সংবাদ সংস্থা মুম্বই: ওটিটি দুনিয়ায় এবার বাজি ধরলেন বিজয় বর্মা। নাগরাজ মঞ্জুলে পরিচালিত থ্রিলার সিরিজ ‘মটকা কিং’-এ এক ব্যতিক্রমী চরিত্রে দেখা যাবে তাঁকে—যা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। সদ্য শেষ হয়েছে এই সিরিজের শুটিং। সোশ্যাল মিডিয়ায় মটকা আকৃতির একটি বিশেষ কেকের ছবি শেয়ার করে বিজয় লিখেছেন, “শেষ হল ‘মটকা কিং’-এর শুটিং!” 

 

 

এই সিরিজের কাহিনি গড়ে উঠেছে ১৯৬০-এর দশকের বোম্বাইকে কেন্দ্র করে—এক সময়, যখন তুলো ব্যবসার অন্দরে জন্ম নিয়েছিল ‘মটকা’ নামে এক নতুন জুয়ার খেলা। এক সাধারণ তুলো ব্যবসায়ী সেই খেলার সূচনা করে বদলে দিয়েছিলেন গোটা শহরের চালচিত্র। অভিজাতদের হাতের খেলাকে তিনি পৌঁছে দিয়েছিলেন সাধারণ মানুষের ঘরে।

 

প্রথম দিকে ‘মটকা’ মানে ছিল নিউ ইয়র্ক ও বম্বে কটন এক্সচেঞ্জের তুলোর রেট নিয়ে বাজি ধরা। পরে এই রীতি বদলে যায়—চিরকুট টেনে এলোমেলো নম্বর বাছাইয়ের খেলায় পরিণত হয় এটি। সইরাত -এর মতো প্রশংসিত ছবির পরিচালক নাগরাজ মঞ্জুলে এই সিরিজের পরিচালনায়। কাহিনি লিখেছেন তিনি নিজেই, আবয় কোরানের সঙ্গে। প্রযোজনায় রয়েছেন সিদ্ধার্থ রায় কাপুর ও মঞ্জুলে নিজে—রয় কাপুর ফিল্মসের ব্যানারে। বিজয়ের পাশাপাশি অভিনয় করছেন কৃতিকা কামরা, সাই তামহানকর, গুলশন গ্রোভার ও সিদ্ধার্থ যাদব।

 


এই সিরিজ ছাড়াও বিজয় বর্মা শীঘ্রই দেখা দেবেন ‘উল জলুল ইশক’-এ, যেখানে তাঁর সঙ্গে থাকবেন নাসিরুদ্দিন শাহ, ফতিমা সানা শেখ ও শরিব হাশমি।এছাড়া, মাটকার ইতিহাস নিয়েই আরেকটি ছবি তৈরি করছেন করুণা কুমার—তেলুগু ছবি ‘মটকা’, যেখানে প্রধান ভূমিকায় থাকবেন বরুণ তেজ।


বোম্বের মাটিতে এক সাহসী ব্যবসায়ীর দাপট, বাজির খেলায় রাজত্ব—‘মটকা কিং’ শুধু এক গল্প নয়, এক সময়ের দলিল। বিজয় বর্মার অভিনয়ে সেটা দেখতে মুখিয়ে দর্শক।