আজকাল ওয়েবডেস্ক: উত্তর কাশ্মীরের উরি সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা রুখে দিতে গিয়ে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই জঙ্গি নিহত হয়েছে। বুধবার ভোরে এই অভিযান শুরু হয়, যখন সেনারা উরির একটি ঝর্ণার পথে অনুপ্রবেশের চেষ্টা দেখতে পায়। সেনার চ্যালেঞ্জের মুখে জঙ্গিরা গুলি চালালে পাল্টা জবাব দেয় বাহিনী, যার ফলে দু’জন জঙ্গির মৃত্যু হয়।
চিনার কোর্পের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থল থেকে প্রচুর অস্ত্র, গুলি ও অন্যান্য যুদ্ধসামগ্রী উদ্ধার করা হয়েছে। এখনও অভিযান চলছে, সেনারা অন্য অনুপ্রবেশকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন দক্ষিণ কাশ্মীরের পর্যটনস্থল পাহেলগাঁও-এ এক ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই ছিলেন পর্যটক ও স্থানীয় ঘোড়াওয়ালা।
