আজকাল ওয়েবডেস্ক: হৃদয়বিদারক, চোর সন্দেহে নিজের দশম স্ত্রীকে হত্যার অভিযোগ উঠল ৩৮ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত, ছত্তিশগড়ের যশপুর জেলার সুলেসা গ্রামের ধুলা রাম। পুলিশ জানিয়েছে যে, তাঁর স্ত্রী বাসন্তী বাই একটি বিয়েবাড়ি থেকে চাল, রান্নার তেল এবং পোশাক চুরি করেছেন বলে ধুলা রাম সন্দেহ করেছিলেন।

পুলিশ জানিয়েছে যে, বিয়েবাড়ি থেকে ফিরতেই ধুলা রামের সঙ্গে তাঁর দশম স্ত্রী বাসন্তী বাইয়ের প্রবল ঝগড়ার হয় এর পরই ধুলা রাম তাঁর স্ত্রীকে পিটিয়ে হত্যা করেন। এখানেই শেষ নয়, স্ত্রীর মৃতদেহটি তিনি কাছের একটি জঙ্গলে শুকনো পাতার নীচে লুকিয়ে রেখেছিলেন। 

এই হত্যার ঘটনা জানাজানি হয় ঘটনার পাঁচ দিন পরে। গ্রামবাসীরা বনের একটি খালের কাছে পচা দুর্গন্ধ পেয়ে সেখানে গেলে হত্যার ঘটনা প্রকাশ্যে আসে। পুলিশ জানিয়েছে, মরদেহে পচন ধরে গিয়েছিল। দেহের বিকৃতি ঘটায় সেটি কার দেহ তা চেনা কার্যত অসম্ভব ছিল।

ছত্তিশগড়ের জঙ্গল থেকে এক মহিলার দেহ উদ্ধার হল। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, মহিলা এক ব্যক্তির দশম স্ত্রী। চুরির সন্দেহে তাঁকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, যশপুর জেলার একটি জঙ্গলে শুকনো পাতা দিয়ে দেহ ঢেকে রাখা ছিল। স্থানীয়েরা সেই দেহ দেখতে পেয়েই পুলিশে খবর দেন। তার পরই পুলিশ এসে দেহ উদ্ধার করে।

হত্যার আগে রাম তাঁর স্ত্রীকে স্থানীয় একটি বিয়েবাড়িতে নিয়ে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। তিনি আশঙ্কা করেছিলেন যে তাঁর দশম স্ত্রী-ও তাঁকে ছেড়ে চলে যাবেন। উল্লেখ্য, এর আগে ধুলার নয়জন স্ত্রী তাঁকে ছেড়ে চলে গিয়েছেন। পুলিশ জানিয়েছে, ধুলা রাম তাঁর বর্তমান বিয়ে নিয়ে ক্রমশ সন্দিহান এবং ভীত হয়ে পড়েছিলেন। স্ত্রীর চোর সন্দেহ ধুলার সন্দেহে ঘৃতাহুতি করে। এই কারণেই স্ত্রীকে মারধর করে হত্যা করেছেন তিনি।

তদন্তকারীদের দাবি, ধুলা রামের পূর্ববর্তী নয়জন স্ত্রী "হিংসাত্মক এবং আপত্তিকর আচরণ" উল্লেখ করে তাঁকে ছেড়ে চলে গিয়েছিলেন।