আজকাল ওয়েবডেস্ক: পশ্চিম বেঙ্গালুরুর অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রাস্তা। রাস্তার মাঝখানে একটি চেয়ার পেতে বসে যুবক। দিব্যি চা পান করে চলেছেন। যুবককে দেখে পথচলতি সকলেই তাজ্জব। যা ইতিমধ্যেই ভাইরাল।
এই বিপজ্জনক ভিডিও ভাইরাল হতেই নড়ে বসে বেঙ্গালুরু পুলিশ। ওই যুবককে জনসুরক্ষা বিপন্নের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
ভিডিওটি শ্যুট করা হয়েছিল গত ১২ এপ্রিল শহরের ব্যস্ত মাগাদি রোডে। এটি পশ্চিম বেঙ্গালুরুর অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রাস্তা। ভিডিওতে দেখা যায়, রাস্তার মাঝখানে একটি চেয়ার পেতে বসে যুবকটি একেবারে স্বচ্ছন্দে চা খাচ্ছেন। চারপাশ দিয়ে গাড়ি, স্কুটার, অটো চলাফেরা করছে। তিনি নির্বিকার।
Taking tea time to the traffic line will brew you a hefty fine, not fame !!! BEWARE BCP is watching you#police #awareness #weserveandprotect #stayvigilant pic.twitter.com/5A8aCJuuNc
— ಬೆಂಗಳೂರು ನಗರ ಪೊಲೀಸ್ BengaluruCityPolice (@BlrCityPolice)Tweet by @BlrCityPolice
ভিডিওটি ইনস্টাগ্রামে আপলোড হওয়ার পরপরই তা ভাইরাল হয়ে যায়। নজরে আসে পুলিশেরও। এরপর তদন্ত শুরু করে পুলিশ তাকে চিহ্নিত করে।
বেঙ্গালুরু সিটি পুলিশ তাদের এক্স হ্যান্ডেলে এক মজার বার্তা দিয়ে ভিডিও শেয়ার করে, সঙ্গে জুড়ে দেয় গ্রেফতার হওয়ার দৃশ্যও। পুলিশ জানিয়েছে, এমন বেপরোয়া আচরণে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যাতে সাধারণ মানুষের নিরাপত্তা কোনওভাবে বিঘ্নিত না হয়।
