আজকাল ওয়েবডেস্ক: দুর্গাপুজোর আনন্দ যাতে ডেঙ্গির জেরে মাটি না হয়ে যায় তা সুনিশ্চিত করতে এবছর বহরমপুর পুরসভা বিশেষ উদ্যোগ নিল। এলাকা পরিষ্কার এবং জঞ্জালমুক্ত রাখার জন্য একদিকে যেমন রাজ্য সরকারের তরফ থেকে আবেদন করা হচ্ছে, তেমনি পুরসভার তরফ থেকে বিশেষ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে যাতে উৎসবের মরশুমে কোনওভাবেই এই রোগ মাথাচাড়া দিতে না পারে। বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি বলেন, ’পুরসভার সাফাই কর্মীরা খুব ভাল কাজ করার জন্য গত বছরের তুলনায় এবছর বহরমপুর পুর এলাকায় ডেঙ্গি রোগীর সংখ্যা অনেক কম। তবুও আমরা আত্মতুষ্টিতে ভুগতে নারাজ। তাই পুজোর মরশুমে যাতে মণ্ডপ এবং তার আশপাশের এলাকাগুলো পরিষ্কার থাকে তা সুনিশ্চিত করতে পুরসভার তরফ থেকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।’ তিনি আরও জানান, ‘পুরসভার সাফাই কর্মীরা মণ্ডপের চারপাশ যেমন পরিষ্কার করে রাখছেন তেমনি মণ্ডপের ভেতরেও ব্লিচিং পাউডার এবং মশা মারার তেল নিয়মিত স্প্রে করছেন। সমস্ত পুজো কমিটিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, মণ্ডপে আগত দর্শনার্থীদের মধ্যে ডেঙ্গি সংক্রান্ত সচেতনতামূলক প্রচার চালানোর জন্য।’ পাশাপাশি বহরমপুর পুরসভা শহরের বুক চিরে চলে যাওয়া ভাগীরথী নদীকে পরিষ্কার রাখার বিষয়ে বিশেষ উদ্যোগ নিয়েছে।
