আজকাল ওয়েবডেস্ক: সিকিমে মরশুমের প্রথম তুষারপাত। ছাঙ্গু, মঙ্গং, লাচুনের মতো একাধিক এলাকায় পর্যটকদের ভিড় উপচে পড়ছে। বাংলা বছরের শুরুতেই শীতের আমেজ নিতে হাজির হয়েছেন দেশ-বিদেশের হাজার হাজার পর্যটক। বিশেষত এই সময় তুষারপাতের ঘটনা অত্যন্ত বিরল।
গত কয়েকদিন ধরে পাহাড়ে ভ্রমণপিপাসুদের ভিড় লক্ষ করার মতো। শুধু এই রাজ্যের নয়, ভিন রাজ্য থেকে এসেছেন কয়েক হাজার পর্যটক। সিকিম থেকে দার্জিলিং, সর্বত্র এখন একই ছবি। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য মোবাইলবন্দি করতে ভিড় বাড়ছে পাহাড়ে।
এই বিষয়ে হিমালয়ান ট্যুরিজমের সদস্য সম্রাট স্যানাল জানান, বেশ কয়েকদিন সিকিম ও দার্জিলিংয়ের পাহাড়ে রেকর্ড ভিড় হয়েছে। হোটেল ও রিসর্টে বুকিং হয়েছে বিপুল। এ সময় আগে থেকে হোটেল বুকিং না করা থাকলে, পাহাড়ে এসে হয়রানির স্বীকার হতে পারেন পর্যটকরা।
সাধারণত গরমের ছুটিতে এই সময় পাহাড়ে পর্যটকরা আসতে শুরু করেন ঠিকই। কিন্তু সিকিমের তুষারপাতের কারণে পাহাড়ের সৌন্দর্য অন্য মাত্রা পেয়েছে। এমনকী অফবিট জায়গাগুলিও জনপ্রিয় হয়ে উঠছে। যাঁরা একান্ত নির্জনতা পছন্দ করেন, তাঁদের কাছে অফবিট জায়গা ও হোম-স্টে পছন্দের তালিকায় রয়েছে।
