শুক্রবার ৩১ অক্টোবর ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১২ এপ্রিল ২০২৫ ০৩ : ৪৪Pallabi Ghosh
সম্পূর্ণা চক্রবর্তী
মোহনবাগান - ২ (কামিন্স-পেনাল্টি, ম্যাকলারেন)
বেঙ্গালুরু এফসি - ১ (অ্যালবার্তো -আত্মঘাতী)
অবশেষে দ্বিমুকুট। গত ফাইনালের শাপমুক্তি। ভাঙল মিথ। আবার ভারতসেরা। শনিবাসরীয় রাতে যুবভারতীর শ্বাস-প্রশ্বাসে মোহনবাগান। গ্যালারির রং সবুজ মেরুন। ম্যাচের বয়স ৯৬ মিনিট। চিংলেনসানার ভুল জাজমেন্টে বল পান স্টুয়ার্ট। বাকিটা ইতিহাস। গোল করলেন ম্যাকলারেন, মিথ ভাঙল মোহনবাগান। প্রথম দল হিসেবে ঘরের মাঠে আইএসএল চ্যাম্পিয়ন হয়ে ইতিহাসে সবুজ মেরুন। নব্বই মিনিটে একাধিক সুযোগ মিস করেছেন। কিন্তু ওস্তাদের মার শেষ রাতে। স্টুয়ার্টের থেকে বল পেয়ে ডান পায়ের শটে গুরপ্রীতের দুই পায়ের ফাঁক দিয়ে বল গোলে ঠেললেন জেমি ম্যাকলারেন। এক গোলে পিছিয়ে থেকে অতিরিক্ত সময়ে ২-১ গোলে জয় মোহনবাগানের। জেমির গোল হওয়া মাত্র উচ্ছ্বাসে ফেটে পড়ে ষাট হাজারির স্টেডিয়াম। প্রিয় দলের জয় দেখতে মাঠ ভরিয়েছিল ৫৯,১১২ সমর্থক। এক্সট্রা টাইমে জেমির গোলের পর যুবভারতীর গ্যালারিতে জ্বলল মোবাইল জোনাকি।
ঠিক দু'বছর আগের পুনরাবৃত্তি মনে হয়েছিল। গোয়ার মতো ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। নব্বই মিনিটে ১-১ গোলে ড্র। কিন্তু শেষপর্যন্ত টাইব্রেকার পর্যন্ত গড়ায়নি। এই বয়সেও পুরো ১২০ মিনিট খেলেন সুনীল ছেত্রী।
মুম্বই এফসির পর প্রথম দল হিসেবে দ্বিমুকুট। তাও আবার ইতিহাস বদলে। টুর্নামেন্টের এগারো বছরের ইতিহাসে এর আগে ঘরের মাঠে আইএসএল কাপ চ্যাম্পিয়ন হয়নি কোনও দল। এই তালিকায় রয়েছে এফসি গোয়া, কেরল ব্লাস্টার্স, বেঙ্গালুরু এফসি এবং মোহনবাগান। ২০১৫, ২০১৬, ২০১৭ আইএসএলে যথাক্রমে ঘরের মাঠে ফাইনাল হারে গোয়া, কেরল এবং বেঙ্গালুরু। গতবছর এই গেরো থেকে বেরোতে পারেনি মোহনবাগানও। গত মরশুমে ঘরের মাঠে ফাইনালে মুম্বইয়ের কাছে জঘন্য হার। কিন্তু এবার ইতিহাসে নাম তুলল কলকাতার প্রধান। ঘরের মাঠে ওড়িশা এফসিকে হারিয়ে দুই ম্যাচ বাকি থাকতেই লিগ শিল্ড জয় নিশ্চিত করে মোহনবাগান।
২০২০-২১ মরশুমে ফাইনালে মুম্বই সিটির কাছে হেরে রানার্স হয় মোহনবাগান। পরের বছর হায়দরাবাদের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায়। ২০২২-২৩ মরশুমে বেঙ্গালুরুকে হারিয়ে চ্যাম্পিয়ন। গতবছর লিগ শিল্ড জিতলেও ফাইনালে মুম্বইয়ের কাছে হার। এবছর লিগ শিল্ড জেতার পর এল দ্বিমুকুট। জোড়া আইএসএল জয়ে আন্তোনিও লোপেজ হাবাসকে ছুঁয়ে ফেললেন হোসে মোলিনা। ২০১৪ সালে হাবাসের নেতৃত্বে উদ্বোধনী আইএসএল জেতে অ্যাটলেটিকো দ্য কলকাতা। এরপর ২০২০-২১ সালে চ্যাম্পিয়ন হয়। গতবছর হাবাসের হাত ধরেই লিগ শিল্ড জেতে। এবার বর্ষীয়ান কোচকে ছুঁয়ে ফেললেন হোসে মোলিনা। ২০১৬ সালের পর আবার আইএসএল চ্যাম্পিয়ন।
সামনে একা ম্যাকলারেনকে রেখে ৪-২-৩-১ ফরমেশনে দল সাজান মোলিনা। অন্যদিকে সাংবাদিক সম্মেলনে সুনীল ছেত্রীকে পরে নামানোর ইঙ্গিত দিলেও প্রথম একাদশেই রাখেন জেরার্ড জারাগোজা। বাগানের প্রথম একাদশে ফেরেন মনবীর সিং। কিন্তু প্রথম ৪৫ মিনিট হতাশ করে মোলিনার দল। ম্যাচের প্রথম কোয়ার্টার বাদ দিলে বাকিটা বেঙ্গালুরুর। সবুজ মেরুনের মাঝমাঠ অগোছালো। অনিরুদ্ধ থাপা, আপুইয়া প্রথমার্ধে সুবিধা করতে পারেনি। বল পেলেই বিপক্ষের বক্সে পৌঁছে যাচ্ছিলেন সুনীল, উইলিয়ামসরা। বুড়ো হাড়ে যথেষ্ট সক্রিয় সুনীল। বক্সের মাথায় বাগান ডিফেন্ডারদের ব্যস্ত রাখেন। শুরুতে একটা ঝাপটা দেওয়ার চেষ্টা করে বাগান। ম্যাচের ৯ মিনিটে কলকাতার প্রধানের প্রথম সুযোগ। ম্যাকলারেনের পাসে পা ছোঁয়াতে পারেনি কামিন্স। তার মিনিট দশেকের মধ্যে আরও একটি হাফ চান্স। মনবীরের ক্রসে ম্যাকলারেন পা ছোঁয়ানোর আগেই তালুবন্দি করেন গুরপ্রীত। এই দুটো ছাড়া প্রথম ৪৫ মিনিটে পুরোপুরি ব্যাকফুটে মোহনবাগান। মাঝমাঠে কোনও বাঁধুনি ছিল না। থাপা পুরো অফকালার। বরং প্রথমার্ধে গোলের দুটো নিশ্চিত সুযোগ পায় বেঙ্গালুরু। ম্যাচের ১৯ মিনিটে নোগুয়েরার কর্নার থেকে সুনীলের হেড গোলের মুখে শুভাশিসের বুকে লাগে। এডগারের ফিরতি হেড তালুবন্দি করেন বিশাল। তার পাঁচ মিনিটের মধ্যে আবার সুযোগ। নামগিয়াল ভুটিয়ার বাঁচান বিশাল। প্রথমার্ধ গোলশূন্য শেষ হয়। কোনও গোল না হলেও ম্যাচে গতি ছিল।
দ্বিতীয়ার্ধ ঘটনাবহুল। প্রথম মিনিটেই বেঙ্গালুরুকে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন সুনীল। কিন্তু তাঁর শট বাঁচান বিশাল। পরের মুহূর্তে কাউন্টার অ্যাটাক থেকে গোল করতে পারত বাগানও। কামিন্সের শট হেড করে নামিয়ে দেন মনবীর। বাইরে মারেন ম্যাকলারেন। তার দু'মিনিটের মধ্যেই মোহনবাগানের ভুলে এগিয়ে যায় বেঙ্গালুরু। রায়ান উইলিয়ামসের ক্রস ক্লিয়ার করতে গিয়ে বাঁ পায়ের শটে গোলে ঢুকিয়ে দেন অ্যালবার্তো রডরিগেজ। এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। তারপরই জেগে ওঠে বাগান। আক্রমণ বাড়ে। তার আগে পর্যন্ত খেলা দেখে মনে হয়নি মোলিনার দলের দ্বিমুকুট জয়ের হাতছানি রয়েছে। তবে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরে বাগান। আশিক কুরুনিয়ন, সাহাল আব্দুল সামাদ পরিবর্ত হিসেবে নামার পর আক্রমণে ঝাঁঝ বাড়ে। ৫৭ মিনিটে শুভাশিসের পাস থেকে কামিন্সের শট বাঁচান গুরপ্রীত। যেভাবে আক্রমণ বাড়ায় বাগান, সমতা ফেরা সময়ের অপেক্ষা ছিল। পুরোপুরি গুটিয়ে যায় জারাগোজার দল। ম্যাচের ৭০ মিনিটে কামিন্সের পাস থেকে ম্যাকলারেনের শট চিংলেনসানার হাতে লাগে। হাত শরীরের বাইরে থাকায় পেনাল্টি দিতে দ্বিধা করেননি রেফারি সেনথিল নাথান। স্পট কিক থেকে গোল করেন কামিন্স। তবে শেষ মিনিটে যা সুযোগ পেয়েছিলেন ম্যাকলারেন, অনায়াসেই নব্বই মিনিটে খেলার ফয়সালা হতেই পারত। সেই প্রায়শ্চিত্ত করেন অতিরিক্ত সময়। শুভাশিসকে তুলে দীপক টাংরিকে নামিয়ে ৩-৫-২ ফরমেশনে চলে যান মোলিনা। বাকিটা ইতিহাস।
 
    নানান খবর
 
                            অজি-সংহারের সময়ে সঙ্গী বাইবেল, ঘরের মাঠে জেমিমা ছড়িয়ে গেলেন একমুঠো সোনালী রোদ্দুর
 
                            একশো বছরের রীতি বদলাচ্ছে, লাঞ্চের আগেই চা বিরতি, ভারতের ম্যাচেই দেখা যাবে
 
                            'জেমিমা ইউ বিউটি', বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের কাছে মাথা নত করল শক্তিশালী অস্ট্রেলিয়া
 
                            লিচফিল্ডের সেঞ্চুরিতে পাহাড়প্রমাণ রান অস্ট্রেলিয়ার, পারবেন কি মান্ধানারা?
 
                            গোল পার্থক্য নিয়ে চিন্তিত নন, ইস্টবেঙ্গলের লড়াকু মনোভাবই ভাবাচ্ছে মোলিনাকে
 
                            এল ক্লাসিকোয় নিষ্প্রভ কেন ইয়ামাল? কী হয়েছে তাঁর? চিকিৎসক যা বললেন, তাতে চিন্তা বাড়তে পারে বার্সার
 
                            কী করছেন রোনাল্ডো! ১৩টি টুর্নামেন্ট খেলে ফেললেও ট্রফিহীন সিআর সেভেন
 
                            গত বছর খেলেছেন মাত্র দু'টি ম্যাচ, অবশেষে মাঠে ফিরছেন কলকাতার সাড়ে ৬ কোটির তারকা
 
                            দেখা গেল না ব্রুক ম্যাজিক, এক যুগ পর ইংল্যান্ডকে ওয়ানডে সিরিজে হারাল নিউজিল্যান্ড
 
                            ফিরে আসার ম্যাচে বাবর আজম করলেন শূন্য, ধেয়ে এল প্রবল কটাক্ষ
 
                            মাঠের বাইরের ঘটনায় খবরে ইয়ামাল, শাকিরা-পিকের বাড়ি কিনবেন বার্সা তারকা
 
                            হারানো সম্ভব অস্ট্রেলিয়াকেও, ভারতকে নিয়ে ভয় রয়েছে ওদেরও, অজিদের সতর্ক করলেন মিতালী
 
                            এল ক্লাসিকো জিতে রিয়াল শিবিরে অসন্তোষ, দল ছাড়ার ইঙ্গিত ভিনির
 
                            কেমন আছেন শ্রেয়স? আপডেট দিলেন বোর্ড সচিব
 
                            গিলের দিকে তাকাতে গিয়ে এই তারকার উপরে অবিচার করা হচ্ছে, গম্ভীরকে খোঁচা আকাশ চোপড়ার
মাঝরাস্তায় সোনার গয়না ছিনতাই-এর অভিযোগ! গ্রেফতার ছোটপর্দার এই অভিনেত্রী
৫০০ টাকার নোট নিয়ে নতুন গাইডলাইন? কী জানাল আরবিআই
জনৈকা মহিলাকে অশালীন মন্তব্য? নেপথ্যে কী? মুখ খুললেন অভিনেতা ঋজু বিশ্বাস
 
                            'ফ্রম ফেমিনিস্ট এপিস্টোমলজি টু ডিকলোনিয়াল এপিস্টোমলজি': আজ আলোচনা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে
 
                            রাতভর অঝোরে বৃষ্টি, তরতরিয়ে জল বাড়ছে পাহাড়ি নদীগুলিতে, বন্যার আশঙ্কায় কাঁটা স্থানীয়রা
 
                            মান্থার মাশুল গুনছে বাংলা, উত্তরের জেলায় জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি, ফের ধসের আশঙ্কায় প্রবল আতঙ্ক পাহাড়ে
 
                            অবসরপ্রাপ্তদের জন্য বড় সুযোগ, মাসে মিলবে ১১ হাজার করে! জানুন বিস্তারিত
 
                            ‘চোর পঞ্চক’-এর ছায়া! পাঁচ দিন ভরবে বিপদে ও ক্ষতিতে, এক ভুলেই উড়ে যেতে পারে সুখ-শান্তি
 
                            এইচ-১বি ভিসার 'অপব্যবহার' নিয়ে মার্কিন বিজ্ঞাপন, ভারতকে তুলে ধরে কীসের বার্তা ট্রাম্প প্রশাসনের?
 
                            মেট্রো যেন বিভীষিকা, ফের সাত সকালেই বড় ঘোষণা, আপ ও ডাউন লাইনের পরিষেবার আপডেট জানুন
 
                            বাংলার আবহাওয়ায় বদলের পূর্বাভাস! কমবে বৃষ্টি, কবে থেকে শীতের আমেজ?
 
                            ব্রিটেনের রাজ-পরিবারে হুলস্থূল কাণ্ড, ভাই অ্যান্ড্রুর 'প্রিন্স' টাইটেল কাড়লেন রাজা চার্লস
মৃত্যুর ঠিক ঘন্টা তিনেক আগে রত্নাকে হোয়াটসঅ্যাপ করেন সতীশ শাহ! সহ-অভিনেত্রীকে শেষ বার্তায় কী জানিয়েছিলেন তিনি?
'দয়া করে আমায় একা থাকতে দিন,' মুম্বইয়ের রাস্তায় হঠাৎ কেন ক্ষেপে উঠলেন আমির খানের প্রেমিকা গৌরী?
নিজের আবাসনেই সুরক্ষিত নন শ্রীলেখা মিত্র! কী কারণে চরম হেনস্থার শিকার অভিনেত্রী?
 
                            টানটান ৩৫ মিনিট এবং ৮ কমান্ডো, ঠিক যেন বলিউড সিনেমা, মুম্বইয়ে শিশুদের উদ্ধারকার্যে রুদ্ধশ্বাস লড়াই
মাত্র তিন মাসেই বন্ধ হচ্ছে 'কিঁউকি সাঁস ভি কভি বহু থি ২'? হঠাৎ কেন কোপ পড়ল তুলসীর পরিবারে?
 
                            দিঘা ঢোকার মুখে বড়সড় বাস দুর্ঘটনা, আহত ১২ পর্যটক! ঠিকাদারের গাফিলতির অভিযোগ তুলে উত্তেজনা এলাকায়
 
                            রেড অ্যালার্ট জারি হতেই আগাম সতর্কতা, উত্তরবঙ্গের এই অঞ্চলে পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি, কী জানাল প্রশাসন?
 
                            গণধর্ষণের শিকার দুর্গাপুরের মেডিক্যাল পড়ুয়া, মামলায় চার্জশিট জমা পুলিশের
 
                            শিক্ষা মন্ত্রকের বিরাট ঘোষণা, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে AI, কোন শ্রেণী থেকে পড়তে হবে জানেন?
 
                            দেশের ৫৩তম প্রধান বিচারপতি হলেন বিচারপতি সূর্য কান্ত, কবে থেকে দায়িত্ব নেবেন তিনি?
 
                            মাত্র ১৭ বছরেই প্যালেস, বিমান এবং বিলাসবহুল গাড়ির মালকিন, সুলতানের মেয়েকে নিয়ে চর্চা সর্বত্র

 
                     
                     
                     
                     
                     
                     
                     
                     
                     
                     
                     
                     
                     
                     
                     
                     
                     
                    