শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ১২ এপ্রিল ২০২৫ ১৫ : ১৬Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ছিনতাইয়ের উদ্দেশ্যেই পেট্রল পাম্প কর্মীকে গুলি। গত ৭ ই এপ্রিল আলিপুরদুয়ার দু'নম্বর ব্লকের ৩১ নম্বর জাতীয় সড়কের চালতাতলা এলকায় এক পেট্রোল পাম্পে অজয় মন্ডল নামে এক কর্মীকে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে খবর, সেইদিন গভীর রাতে একটি বাইকে করে তিন যুবক পাম্পে তেল ভরতে আসে। তাদের দু'জনের মাথায় হেলমেট ও অপর একজনের মুখে রুমাল বাঁধা ছিল। বাইকে তেল ভরার অছিলায় পাম্প কর্মীকে একা পেয়ে তাঁর থেকে নগদ টাকা লুটের চেষ্টা করে। সেই সময় পাম্প কর্মী টাকা দিতে অস্বীকার করায় তাঁকে উদ্দেশ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা।
গুলি পাম্পের কর্মী অজয় মন্ডল-এর মাথায় লাগে। শব্দ শুনে পাম্পের অন্যান্য কর্মীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপতালে নিয়ে যান। বর্তমানে অজয় মণ্ডল শিলিগুড়িতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ ও মোবাইল নেটওয়ার্কের সূত্র খুঁজে শুক্রবার রাতে জংশন এলাকা থেকে শুভঙ্কর পাল ও শংকর দাস নামে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে শামুকতলা থানার পুলিশ। জানা গিয়েছে শুভঙ্কর পাল এর কাছ থেকে একটি ৭.৬৫ এমএম রাউন্ডের অত্যাধুনিক পিস্তল ও ৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। সূত্রের খবর গুলি কাণ্ডে যুক্ত আরও এক অভিযুক্ত এখনও অধরা। অভিযুক্ত শংকর দাস-এর মা বিবেকানন্দ ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় একজন সক্রিয় রাজনৈতিক নেত্রী। পুলিশ সূত্রে খবর, এই দুই অভিযুক্তকে আগেও চুরির একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল।
শনিবার আলিপুরদুয়ার থানায় সাংবাদিক সম্মেলন করে সমস্ত ঘটনার বিবরণ জানান মহকুমা পুলিশ আধিকারিক শ্রীনিবাস এমপি। মহকুমা পুলিশ আধিকারিক বলেন, ঘটনার পর থেকেই আমরা অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছিলাম। সিসিটিভি এবং মোবাইল নেটওয়ার্কের তথ্য যাচাই করে আমরা তাদের শনাক্ত করতে পারি। শুক্রবার রাতে তাদের মধ্যে দু'জন অভিযুক্তকে জংশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের থেকে গুলির ঘটনায় ব্যবহৃত বন্দুক ও তিনটি তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। অতি দ্রুত তৃতীয় অভিযুক্তকেও আমরা গ্রেপ্তার করব। প্রাথমিকভাবে অনুমান, ছিনতাইয়ের উদ্দেশ্যেই পাম্পের কর্মীকে গুলি করেছিল দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই অভিযুক্তকে আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত করা হবে।
নানান খবর

নানান খবর

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও