মলমাসে সাধারণত কোনও শুভ কাজ হয় না। বিশেষ করে বিয়ে, পৈতে, গৃহপ্রবেশের মতো কোনো অনুষ্ঠান। মলমাসে এই ধরনের কাজ অনুষ্ঠিত হলে সেটাকে অশুভ বলে মনে করা হয়। কখন হয় মলমাস? যখন সূর্য বৃহস্পতির রাশি ধনু বা মীনে প্রবেশ করে, তখন তৈরি হয় মলমাস। ১৪ জানুয়ারি হিসেব মতো মলমাস শেষ হয়ে গিয়েছে, কারণ সূর্য ধনু থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করে গিয়েছে। কিন্তু তাও এই বছর অন্যান্য বারের মতো বিয়ের ডেট নেই এখন। কিন্তু কেন? ছবি- এআই দ্বারা নির্মিত
2
5
মলমাস শেষ হলেই বিয়ের তারিখ শুরু হয়ে যায় সাধারণত এই সময়। কিন্তু এই বছর তার অন্যথা ঘটল কারণ নেপথ্যে রয়েছে অন্য এক গ্রহ। শুক্র। শুক্র গ্রহ অস্ত যাচ্ছে, তাই এখন নেই বিয়ের কোনও ডেট। হিন্দু শাস্ত্র অনুযায়ী, বিয়ে বা কোনও শুভ কাজের জন্য শুক্রের উদিত থাকা আবশ্যক। ছবি- এআই দ্বারা নির্মিত
3
5
জ্যোতিষশাস্ত্র মতে, শুক্র বিয়ে, প্রেম, দাম্পত্য সুখ সহ ভোগ, বিলাসের অধিপতি। আর এই গ্রহ গত ডিসেম্বর মাসে অস্ত গিয়েছে, উদিত হবে ১ ফেব্রুয়ারি। এর মাঝে হিসেব মতো কোনও বিয়ের ডেট নেই, থাকাও উচিত নয়। কিন্তু চলতি মাসের শেষের দিকে এক দুটো ডেট রয়েছে, যা তেমন শুভ দিন নয়। আগামী ফেব্রুয়ারি মাসে ১২টি শুভ মুহূর্ত রয়েছে বিয়ের। ছবি- এআই দ্বারা নির্মিত
4
5
যেমনটা বলা হল, চলতি মাসের শেষ দিকে অর্থাৎ সরস্বতী পুজোর দিন বিয়ের ডেট রয়েছে। এটি মূলত সরস্বতী পুজোর তিথিকে শুভ বলে মনে করা হয় তাই। কিন্তু পঞ্চাঙ্গ মতে যাঁরা ২৩ বা ২৪ জানুয়ারি বিয়ে করছেন তাঁদের বেশ সমস্যা পোহাতে হবে। এই দিন বিয়ে করলে ফল অশুভ হবে। ছবি- এআই দ্বারা নির্মিত
5
5
শুক্র অস্ত থাকার কারণে নেতিবাচক প্রভাব পড়েছে বৃষ, তুলা এবং বৃশ্চিক রাশির উপর। এঁদের আর্থিক অবস্থা বর্তমানে একেবারে ঠিক নেই। শুক্র উদিত হওয়ার পর ধীরে ধীরে অবস্থায় বদল আসবে। কেবল টাকা, পয়সার দিকে নয়, সম্পর্ক-প্রেমের ক্ষেত্রেও টানাপোড়েন চলবে। একাধিক সমস্যার সম্মুখীন হতে হবে। ছবি- এআই দ্বারা নির্মিত