আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি-রোহিত শর্মার মতো তারকা ক্রিকেটারের থেকেও বেতন হিসেবে বেশি অর্থ পান টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। 

পত্রপত্রিকায় যে খবর ভেসে আসছে, তা ঠিক হলে, টিম ইন্ডিয়ার হেডস্যর বার্ষিক ১২ কোটি টাকা বেতন পান। কিন্তু তারকা ক্রিকেটাররা গম্ভীরের থেকে কম অর্থ পান। বোর্ডের যে কেন্দ্রীয় চুক্তি রয়েছে, সেই চুক্তি অনুযায়ী রোহিত-বিরাট এ প্লাস ক্যাটেগরিতে রয়েছেন। তাঁদের বার্ষিক স্যালারি ৭ কোটি। 

গম্ভীরের বাৎসরিক স্যালারি ১২ কোটি। সফরের সময়ে এক দেশ থেকে অন্য দেশ ভ্রমণে যে অর্থ খরচ হয়, সেই খরচ বহন করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে রাহুল দ্রাবিড় সরে যান। তাঁর চেয়ারে বসেন গম্ভীর। দলকে এনে দেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাফল্য। চ্যাম্পিয়ন্স ট্রফির সাফল্যের জন্য বোর্ড ৩ কোটি টাকা আর্থিক পুরস্কার দিয়েছে গম্ভীরকে। সেরকম বিশ্বকাপ জিতলেও বোর্ডের কাছ থেকে গম্ভীর পাবেন মোটা অঙ্কের আর্থিক পুরস্কার। 

ভারতীয় দলের হেডস্যরের দায়িত্ব অনেক বেশি। প্লেয়ারদের থেকেও তাঁর দায়-দায়িত্ব বেশি। দলের পারফরম্যান্সের দায় কোচেরই। মিডিয়ার সঙ্গে যোগাযোগ রক্ষাও কোচের কাজের মধ্যেই পড়ে। সিরিজ হেরে গেলে বা দলের ব্যর্থতার সময়ে মিডিয়ার রোষানলে পড়েন কোচই। ফলে কোচের বেতনও বেশি। 

টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত-কোহলি। তাঁরা রয়েছেন এ প্লাস ক্যাটেগরিতে। বোর্ড এখনও ২০২৫-২৬ মরশুমের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেনি। সেদিকে নজর সবার।