আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে চোট পেয়েছিলেন। ওয়াশিংটন সুন্দরের সেই চোট এখনও সারেনি। যা পরিস্থিতি, তাতে আরও দুই সপ্তাহ লাগবে তাঁর চোট সারতে। টি–২০ বিশ্বকাপের আগে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে। ফলে বিশ্বকাপের আগে ভারতীয় দলে বদল করতে বাধ্য হতে পারেন গৌতম গম্ভীর।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্র জানিয়েছে, বোর্ডের মেডিক্যাল দল সুন্দরকে দু’সপ্তাহ বিশ্রাম নিতে বলেছে। তার পর সুন্দরের চোট খতিয়ে দেখে নির্বাচকরা সিদ্ধান্ত নেবেন যে, বিশ্বকাপে সুন্দর থাকবেন, না তাঁর বিকল্প ঘোষণা করা হবে।
এই সংশয়ের কারণেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি–২০ সিরিজ়ে রবি বিষ্ণোইকে নেওয়া হয়েছে। গুয়াহাটিতে তিনি সুযোগ পেয়ে নজর কেড়েছেন। চার ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। একটি ভাল ক্যাচ ধরেছেন। যদি শেষ পর্যন্ত সুন্দরকে খেলানো না যায়, তাহলে তাঁর বদলি হিসাবে বিষ্ণোইকে নেওয়া হতে পারে। সেই কারণে তাঁকে খেলিয়ে দেখে নেওয়া হল।
বোর্ডের আর একটি সুত্র জানিয়েছে, অসমের ক্রিকেটার রিয়ান পরাগকেও নাকি তৈরি থাকতে বলা হয়েছে। সুন্দর অলরাউন্ডার। পরাগও ব্যাটের পাশাপাশি বল করতে পারেন। তবে দীর্ঘদিন ভারতীয় দলে খেলেননি পরাগ। ফলে পরাগের বদলে বিষ্ণোইয়ের দলে ঢোকার সম্ভাবনাই বেশি।
ভারতীয় বোর্ড জানিয়েছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাকি দুই টি–২০ ম্যাচেও খেলতে পারবেন না তিলক বর্মা। তিনি বর্তমানে বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্সে রয়েছেন। সেখানেই সুস্থ হয়ে উঠছেন। ফলে শেষ দুই ম্যাচেও শ্রেয়স আইয়ার ভারতীয় দলে থাকবেন।
যদিও তিলকের বিশ্বকাপে খেলা নিয়ে সমস্যা নেই বলে জানিয়েছে বোর্ড। জানানো হয়েছে, তিলক অনুশীলন শুরু করেছেন। তবে তাঁকে নিয়ে ঝুঁকি নেওয়া হচ্ছে না। বিশ্বকাপের আগে ৩ ফেব্রুয়ারি মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচের আগে ভারতীয় দলে যোগ দেবেন তিলক।
