আজকাল ওয়েবডেস্ক: চলতি বছরই বসবে ফিফা ফুটবল বিশ্বকাপের আসর। ১১ জুন থেকে শুরু হবে প্রতিযোগিতা। বিশ্বকাপের আসর বসবে আমেরিকা, মেক্সিকো এবং কানাডায়। যদিও তার আগে প্রশ্নের মুখে মেক্সিকোর নিরাপত্তা। দেশটিতে ফুটবল ম্যাচ চলাকালীন বন্দুকবাজ হামলা চালিয়েছে। যার জেরে ১১ জন মারা গিয়েছেন বলে খবর। আহতের সংখ্যা অন্তত ১২।
ঘটনাটি ঘটেছে সেন্ট্রাল মেক্সিকোর গুয়ানাজুয়াটোতে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সালামানাকা শহরে স্থানীয় এক ম্যাচ চলাকালীন এই ঘটনা ঘটে। বন্দুকবাজের হামলায় ঘটনাস্থলেই ১০ জন মারা যান। একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বাকি আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কারা এই ঘটনা চালিয়েছে, সেটা এখনও অবধি জানানো হয়নি। পুলিশ ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে বলে জানা গিয়েছে।
মেক্সিকোর অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা এই গুয়ানাজুয়াটো। অনেক কারখানা রয়েছে এখানে। তবে মেক্সিকোর বিপজ্জনক এলাকার তালিকায় এই রাজ্য রয়েছে শীর্ষে। সমাজবিরোধীদের একাধিক গ্রুপ গজিয়ে উঠেছে এখানে। বহুবারই তাদের কুখ্যাত ঘটনার জন্য শিরোনামে উঠে আসে এই রাজ্য।
১১ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়োজক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ২০১০ সালের বিশ্বকাপের শুরুটাও এই দু’দলের ম্যাচ দিয়ে হয়েছিল। অর্থাৎ ১৬ বছর বাদে সেই ম্যাচের পুনরাবৃত্তি হতে চলেছে। তার আগে আয়োজক দেশে এমন ঘটনায় উদ্বেগে স্থানীয় প্রশাসন। চলতি মাসেই মেক্সিকোর এস্তাদিও অ্যাকরন স্টেডিয়ামের কাছে উদ্ধার হয়েছিল মানুষের দেহাংশ। এই স্টেডিয়ামকে বিশ্বকাপের ভেন্যু হিসাবে বেছে নেওয়া হয়েছে। তাছাড়াও অ্যারোয়ো হন্ডো, লাস আগুজাস এবং লোমাস দেল রিফিউজো এলাকা থেকেও উদ্ধার হয়েছিল ৪৫৬ ব্যাগ দেহাংশ। আর এবার ম্যাচ চলাকালীন ঘটে গেল বন্দুকবাজের হামলা।
