আজকাল ওয়েবডেস্ক: পাওয়ার হিটিং। গুয়াহাটিতে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়েছে ভারত। মাত্র ১০ ওভারে ১৫৪ রান তাড়া করে ৮ উইকেটে ম্যাচ জিতে নিয়েছেন সূর্যকুমার যাদবরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুয়াহাটিতে ২০ বলে ৬৮ রান করেছেন অভিষেক শর্মা। এই ম্যাচের আগে টিমবাসে আসন বদলেছিলেন তিনি। সেই কাহিনি শোনালেন অভিষেক।
বিসিসিআই একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে কথা বলছেন ভারতের দুই ক্রিকেটার অভিষেক ও অর্শদীপ সিং। প্রথমেই অর্শদীপ অভিষেককে জিজ্ঞাসা করেন, ‘দ্বিতীয় ম্যাচের আগে টিমবাসে যে আসনে বসেছিলে, এই ম্যাচের আগে সেখানে বসোনি। গল্পটা কী?’ জবাবে অভিষেক বলেন, ‘আমি টিমবাসে পিছন থেকে চার নম্বর আসনে বসি। বরুণ (চক্রবর্তী) সামনে থেকে আট নম্বর আসনে বসে। কিন্তু প্রতি ম্যাচে বাস বদলে যায়। এই ম্যাচের আগে যে বাসে এসেছি সেখানে একটা আসন কম ছিল। ফলে পিছন থেকে চার নম্বর ও সামনে থেকে আট নম্বর আসন একই ছিল। তখন বরুণ বলল, ‘তুই আমার আসনে বস। অর্ধশতরান করে আমার মতো (আঙুলের মাধ্যমে ভি দেখিয়ে) উল্লাস করিস।’ কিন্তু আমি ভুলে গিয়েছি।’
তিনি কখনওই আসন বদলাতে চান না বলে জানিয়েছেন অভিষেক। বাকিদেরও সেই পরামর্শ দিয়েছেন ভারতের বাঁহাতি ওপেনার। অভিষেক বলেন, ‘আমি নিজের আসনেই বসার চেষ্টা করি। সকলকে বলব, নিজের আসনে বসো। বদলানোর চেষ্টা কোরো না। নিজের আসন আর খেলার ধরন কখনও বদলিও না।’
দুই সতীর্থ ঈশান কিষান ও সূর্যকুমার যাদবের প্রশংসাও করেছেন অভিষেক। তাঁর কথায়, ‘শুরুটা ঈশান করে দিয়েছিল। ও কয়েক দিন আগেই ঝাড়খণ্ডকে জিতিয়েছে। সেই ছন্দেই খেলছে। পরে সূর্য ভাই ঝোড়ো ইনিংস খেলেছে। আমাকে বলছিল, ‘তোর স্বাভাবিক খেলা খেল।’ কিন্তু সূর্য ভাইকে দেখে মনে হচ্ছিল, আরও তাড়াতাড়ি খেলা শেষ করে দেবে। আশা করছি, বিশ্বকাপেও আমরা এভাবেই খেলব।’
দলের ফিল্ডিং নিয়ে অভিষেক বলেছেন, ‘শুরুতে যে দু’তিনটে ক্যাচ ধরেছি সেখানেই খেলা বদলে গিয়েছে। পাওয়ার প্লে–তে এখানে অনেক রান হয়। কিন্তু ওই ক্যাচগুলোর ফলে খেলার রাশ আমাদের হাতে চলে আসে। আমিও প্রথমে ভেবেছিলাম ফিলিপসের ক্যাচ রিঙ্কু ধরবে। ও বলল, তোমার ক্যাচ। তখন দৌড়ে ধরলাম। ওই ক্যাচগুলো আমাদের জয়ের ভিত গড়ে দিয়েছিল।’
