আজকাল ওয়েবডেস্ক: রাজস্থান রয়্যালসের বোলার জোফ্রা আর্চার ফের শিরোনামে। দুরন্ত বোলিং করে পাঞ্জাব কিংসের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দিয়েছেন ইংল্যান্ডের এই বোলার। সেই তিনিই আবার সম্পূর্ণ ভিন্ন কারণে সবার নজর কেড়ে নিলেন।

জোফ্রা আর্চারকে রাজস্থান রয়্যালসের সাজঘরে ঘুমোতে দেখা গিয়েছে। সেই সময়ে রাজস্থান ব্যাট করছিল। জোফ্রা আর্চার ঘুমোচ্ছেন সেই ভিডিও নিমেষে ভাইরাল হয়ে যায়। এর আগে ইংল্যান্ডের ভারত সফরের সময়েও ডাগ আউটে বসে ঘুমিয়ে পড়েছিলেন আর্চার। আইপিএল চালাকালীনও তিনি ঘুমিয়ে পড়লেন। 

বল করতে নেমে আর্চার কিন্তু দুর্দান্ত স্পেল করলেন। আগুনে পেস বোলিং বলতে যা বোঝায় ইংল্যান্ডের পেসার সেই কাজটাই করলেন। একসময়ে তিনি, সন্দীপ শর্মা এবং কুমার কার্তিকেয় মিলে পাঞ্জাবের চার-চারটি উইকেট ফেলে দেন। 

নেহাল ওয়াধেরা এবং গ্লেন ম্যাক্সওয়েল পাঞ্জাব ইনিস গড়ার কাজ করেছিলেন। নেহাল (৬২) সর্বোচ্চ রান করেন। ম্যাক্সওয়েল (৩০) করেন। কিন্তু বাকিরা কেউ প্রতিরোধ গড়তে পারলেন না। ফলে রাজস্থানের ২০৫ রানের জবাবে পাঞ্জাব থামল ৯ উইকেটে ১৫৫ রানে। শেষ পর্যন্ত আর্চারে ৪ ওভার হাত ঘুরিয়ে ২৫ রানের বিনিময়ে তিন-তিনটি উইকেট নেন। 

যশস্বী জয়সওয়ালের ৬৭, সঞ্জু স্যামসনের ৩৮ এবং রিয়ান পরাগের অপরাজিত ৪৩ রান রাজস্থানকে পৌঁছে দেয় ২০৫ রানে। সেই রান তাড়া করতে নেমে পাঞ্জাব ৫০ রানে ম্যাচ হারে। প্রথমে ঘুমিয়ে পরে আগুনে বোলিং করে নজর কাড়লেন জোফ্রা আর্চার।