আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের পথই কি ধরবে পাকিস্তান? আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নেই। তাদের বদলে খেলবে স্কটল্যান্ড।
পাকিস্তানকে নিয়ে দিনকয়েক আগে এমনই এক প্রশ্ন উঠেছিল। শেষ পর্যন্ত পাকিস্তান বিশ্বকাপ খেলবে তো? এই প্রেক্ষিতে প্রাক্তন পাক ক্রিকেটার বসিত আলি জানিয়েছেন, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তান সরে যাওয়ার অর্থ সম্প্রচারকারীরা বিরাট ক্ষতির মুখে পড়বে। পাকিস্তান না খেললে গোটা টুর্নামেন্ট হয়ে পড়বে বেরঙিন। তা আর বিশ্বকাপ বলে গণ্য হবে না।
নিরাপত্তা আশঙ্কার কথা তুলে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে চায়নি বাংলাদেশ। আইসিসি স্কটল্যান্ডকে বিশ্বকাপের টিকিট দেয়। এরপরে পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও তৈরি হয় অনিশ্চয়তা। পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি জানান, সরকারের সঙ্গে আলোচনার পরেই স্থির হবে পাকিস্তান বিশ্বকাপ খেলবে কিনা।
এমন পরিস্থিতিতে বাসিত আলি বলেন, ''পাকিস্তান যদি বিশ্বকাপে না খেলে, তাহলে সম্প্রচারকারীরা রাস্তায় বসবে। একেবারে দেউলিয়া হয়ে যাবে। পাকিস্তান যদি নাই খেলে তাহলে তার জায়গায় কে খেলবে? ভারতের প্রতিপক্ষ পাকিস্তান না হয়ে অন্য কোনও দেশ হলে সেই ম্যাচে কি ভারত-পাকিস্তান ম্যাচের মতো দর্শক আসবে?'’
বাসিতের যুক্তি, ভারত-পাক ম্যাচ মানেই বিশাল সংখ্যক দর্শক ও অর্থ। আইসিসি-র কোষাগার ভরাট হয় এই ম্যাচ থেকেই। সেই টেনশনের ম্যাচই যদি না হয়, তাহলে সম্প্রচারকারীরা বড় ক্ষতির মুখে পড়বে।
পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি বলেছিলেন, সরকারের সঙ্গে আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে পাকিস্তান বিশ্বকাপ খেলবে কিনা। নকভির সাংবাদিক বৈঠকের উল্লেখ করে বাসিত আলি বলেন, ''মহসিন নকভি দুনিয়া কাঁপিয়ে দিয়েছেন। সরকারের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে, নকভির এহেন বক্তব্য আইসিসি-র পরিস্থিতি কঠিন করে দিয়েছে।''
এদিকে পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কটের রাস্তা নেয়, তাহলে তাদের সবক শেখাতে তৈরি আইসিসি। আইসিসি-র তরফ থেকে সূত্র মারফৎ জানা গিয়েছে, পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কটের দাবিতে অনড় থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আরোপ হতে পারে নিষেধাজ্ঞাও।
সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কেবল বিশ্বকাপ থেকে নয়, এশিয়া কাপ, বিভিন্ন দ্বিপাক্ষিক সিরিজ বাতিল, পিএসএলে বিদেশি ক্রিকেটারদের খেলার অনুমতি বা এনওসি না দেওয়ার মতো কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের চিন্তাভাবনা শুরু করে দিয়েছে।
আইসিসি-র চোখরাঙানির মধ্যেই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে পাকিস্তান।
