আজকাল ওয়েবডেস্ক: হোম সিরিজের সূচি জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া সিরিজ। ২ অক্টোবর থেকে বল গড়াবে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজের। 

এর পরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টির সিরিজ। শুরু হবে নভেম্বর, চলবে ডিসেম্বর পর্যন্ত। 

হোম সিরিজে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে হবে টেস্ট ম্যাচ। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে প্রথমবার টেস্ট ম্যাচের বল গড়াবে বর্ষাপাড়ায়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে এখানে। শুরু হবে ২২ নভেম্বর। 

ভারতের হোম সিরিজে আগে রয়েছে ইংল্যান্ড সফর। বিলেতের মাঠে পাঁচটি টেস্ট ম্যাচ খেলবে ভারত। ২০ জুন থেকে ৫ আগস্ট পর্যন্ত চলবে সেই সিরিজ।  

আহমেদাবাদ, কলকাতা, নয়া দিল্লি এবং গুয়াহাটি আয়োজন করছে চারটি টেস্ট ম্যাচের। রাঁচী, ধর্মশালা,কটক, চণ্ডীগড় এবং বিশাখাপত্তনমে প্রোটিয়াদের বিরুদ্ধে সাদা বলের ম্যাচের আয়োজন করবে। 

এর মাঝেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলবে। চলতি মাসের গোড়ার দিকে সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। 

ওয়েস্ট ইন্ডিজের ভারত সফর-
প্রথম টেস্ট -২ অক্টোবর, ২০২৫-৬ অক্টোবর--আহমেদাবাদ

দ্বিতীয় টেস্ট-১০ অক্টোবর, ২০২৫-১৪ অক্টোবর, ২০২৫--কলকাতা 

দক্ষিণ আফ্রিকার ভারত সফর-

প্রথম টেস্ট--১৪ নভেম্বর-১৮ নভেম্বর--নয়া দিল্লি 

দ্বিতীয় টেস্ট--২২ নভেম্বর-২৬ নভেম্বর--গুয়াহাটি 

প্রথম ওয়ানডে-- ৩০ নভেম্বর-রাঁচী
দ্বিতীয় ওয়ানডে-৩ ডিসেম্বর-রায়পুর
তৃতীয় ওয়ানডে-৬ ডিসেম্বর-বিশাখাপত্তনম


প্রথম টি-টোয়েন্টি--৯ ডিসেম্বর-কটক

দ্বিতীয় টি-টোয়েন্টি--১১ ডিসেম্বর--নতুন চণ্ডীগড়

তৃতীয় টি-টোয়েন্টি--১৪ ডিসেম্বর--ধর্মশালা

চতুর্থ টি-টোয়েন্টি--১৭ ডিসেম্বর, লখনউ

পঞ্চম টি-টোয়েন্টি--২৫ ডিসেম্বর, আহমেদাবাদ