আজকাল ওয়েবডেস্ক: জশপ্রীত বুমরার এখনই মাঠে ফেরা হচ্ছে না। মুম্বই ইন্ডিয়ান্সেরও এখনই বুম বুম বুমরাকে পাওয়া হচ্ছে না। কবে বুমরা ফিরবেন, তাও জানা নেই। চলতি আইপিএলের আরও কয়েকটা ম্যাচ বুমরাকে ছাড়াই খেলতে হবে মুম্বই ইন্ডিয়ান্সকে। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাবে ব্যস্ত বুমরা। 

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে মুম্বই ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল বুমরার। কিন্তু পরিস্থিতি এখন যা তাতে বুমরা হয়তো এখনই মুম্বই ক্যাম্পে যোগ দিতে পারবেন না। তাঁর চোট আরও গুরুতর। প্রথমে বোঝা যায়নি, এতটা গুরুতর হবে বুমরার চোট। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সূত্রে জানা যাচ্ছে, বুমরাকে নিয়ে ধীরে চলো নীতি নিচ্ছে ভারত। এর মধ্যেই খবর ভেসে আসছে, ইংল্যান্ডের মাটিতে সবক'টি টেস্টে নামবেন না বুমরা। 

সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের কাছে বোর্ডের একটি সূত্র বলেছে, ''বুমরার চোট গুরুতর। স্ট্রেস ফ্র্যাকচার যাতে না হয়, সেটাই দেখতে চাইছে মেডিক্যাল টিম। বুমরা নিজেও সতর্ক। বোলিং করছে সেন্টার অফ এক্সেলেন্সে। তবে পুরোদস্তুর জায়গায় পৌঁছতে অনেকটাই সময় লাগবে। কোনও নির্দিষ্ট সময় এখনও ধার্য করা হয়নি। তবে আশা করা যায় এপ্রিলের মাঝামাঝি সময়ে ফিরে আসতেও পারে বুমরা।''

আইপিএলে শুরুটা ভাল হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। প্রথম দুটো ম্যাচে হারের পরে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জয় পেয়ে জেতার রাস্তায় ফিরে এসেছে। বুমরাকে দ্রুত সুস্থ করে তোলাই এখন লক্ষ্য বোর্ডের।