সোমবার ০৫ মে ২০২৫
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ৩০ মার্চ ২০২৫ ১৩ : ২২Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: সোনার গয়নার প্রতি ভারতীয়দের দুর্বলতার কথা কে না জানে? নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত, কম বেশি সকলেই কিছু না কিছু সোনার জিনিস বাড়িতে রাখার চেষ্টা করেন। কিন্তু সোনার জিনিস রাখলেই তো হল না, নিয়ম করে সেগুলি পরিষ্কারও করতে হয়। সোনাকে সাধারণ ভাবে বর ধাতু বলা হয়। কারণ সোনা সহজে ক্ষয় হয় না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ময়লা লেগে গয়নার উজ্জ্বলতা কমে যেতে পারে। তাই সোনার গয়নার জেল্লা ধরে রাখতে জেনে নিতে হবে কয়েকটি কৌশল।
১. সাবান জল: এটি সোনার গয়না পরিষ্কার করার সবচেয়ে সহজ এবং নিরাপদ উপায়। হালকা গরম জলের সঙ্গে কয়েক ফোঁটা মৃদু বাসন ধোয়ার সাবান মেশান। গয়নাগুলিকে প্রায় ১০-১৫ মিনিটের জন্য এই জলে ভিজিয়ে রাখুন। তারপর একটি নরম টুথব্রাশ দিয়ে আলতো করে ঘষুন, বিশেষ করে যেখানে ময়লা জমে থাকে। পরিষ্কার গরম জল দিয়ে ধুয়ে একটি নরম কাপড় দিয়ে মুছে নিন।
২. বেকিং সোডা: ময়লা তোলার জন্য বেকিং সোডা ব্যবহার করা যেতে পারে। সামান্য জলের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এই পেস্টটি আপনার আঙুল বা নরম কাপড়ের সাহায্যে গয়নার উপর আলতো করে ঘষুন। এরপর পরিষ্কার গরম জল দিয়ে ধুয়ে নরম কাপড় দিয়ে শুকনো করে নিন। তবে খেয়াল রাখবেন, মুক্তো বা অন্য কোনও নরম পাথর বসানো গয়নার ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার না করাই ভাল, কারণ বেকিং সোডা তাদের ক্ষতি করতে পারে।
৩. অ্যামোনিয়া (সাবধানতার সঙ্গে): অ্যামোনিয়া একটি শক্তিশালী যৌগ তাই এটি খুব সাবধানে ব্যবহার করা উচিত। ছয় ভাগ গরম জলের সঙ্গে এক ভাগ অ্যামোনিয়া মেশান। গয়নাগুলিকে এই দ্রবণে এক মিনিটের বেশি ভিজিয়ে রাখবেন না। তারপর পরিষ্কার গরম জল দিয়ে ভাল করে ধুয়ে নরম কাপড় দিয়ে মুছে নিন। মুক্তো বা ওপালের মতো পাথর বসানো গয়নার ক্ষেত্রে অ্যামোনিয়া ব্যবহার করা উচিত নয়।
৪. ভিনেগার ও বেকিং সোডা: সোনার গয়নার ঔজ্জ্বল্য ফেরাতে ভিনেগার ও বেকিং সোডার মিশ্রণ ব্যবহার করা যেতে পারে। একটি পাত্রে গয়না রেখে তার উপর বেকিং সোডা ছিটিয়ে দিন। এরপর সাদা ভিনেগার ঢালুন। এটি বুদবুদ তৈরি করবে। কিছুক্ষণ পর পরিষ্কার গরম জল দিয়ে ধুয়ে নরম কাপড় দিয়ে শুকনো করে নিন।
৫. টুথপেস্ট (নন-জেল): সামান্য পরিমাণে নন-জেল টুথপেস্ট একটি নরম টুথব্রাশে লাগিয়ে সোনার গয়নার উপর আলতো করে ঘষুন। তারপর পরিষ্কার গরম জল দিয়ে ধুয়ে নরম কাপড় দিয়ে শুকিয়ে নিন।
কিছু অতিরিক্ত টিপস
* গয়না পরিষ্কার করার জন্য খুব বেশি জোরে ঘষা উচিত নয়।
* পরিষ্কার করার পর গয়না ভালভাবে শুকনো করে নিন, যাতে জলের দাগ না থাকে।
* পাথর বসানো গয়না পরিষ্কার করার সময় বিশেষ যত্ন নিন।
নানান খবর

নানান খবর

রোজ খালি পেটে এই একটি ‘সুপারফুড’ খান, ছুঁতেও পারবে না হৃদরোগ, মজবুত হবে হাড়

বাজার থেকে কেনা পনির ভেজাল নয় তো! কীভাবে আসল-নকল বুঝবেন? সহজ উপায়ে যাচাই করে নিন

অবসরে ধনকুবের ওয়ারেন বাফেট, ধনী হতে চাইলে অবশ্যই জানতে হবে তাঁর ৫টি উক্তি

ডায়াবেটিসে কি ডাবের জল খাওয়া যায়? সত্যি ব্লাড সুগার বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে? জানুন গবেষণা কী বলছে

ক্ষারীয় না অম্ল, কাঠফাটা গরমে শরীর সুস্থ রাখতে কোন ধরনের খাবার খাওয়া জরুরি?

ছোটবেলা থেকেই সন্তানকে কীভাবে আর্থিকভাবে সুরক্ষিত থাকতে শেখাবেন? রইল সহজ উপায়ের হদিশ

মুখে ফুটে ওঠে কিডনি বিকল হওয়ার ৫ লক্ষণ! কখন বুঝবেন চিকিৎসকের কাছে যেতে হবে?

বিদেশিরা ‘আইস অ্যাপল’ বলতে পাগল, অথচ বাঙালিরাই কদর করে না বাংলার এই ফলের! জানেন কতো গুণ?

কয়েকদিনেই ঘন-কালো-লম্বা চুল! সোনাক্ষীর পরামর্শে সহজে বানিয়ে ফেলুন ‘হেয়ার গ্রোথ’ স্প্রে, কীভাবে ব্যবহার করলে পাবেন সুফল?

দিনরাত কম্পিউটার-মোবাইলে চোখ? এই ৫ নিয়ম না মানলে অল্প বয়সেই বিপদ বাড়বে চোখের

বাড়িতে ঝগড়া, অশান্তি? এই একটি জিনিস জুতোর কাছে রাখলেই যাবতীয় ‘নেগেটিভ এনার্জি’ দূর হবে, ফিরবে শান্তি

রোজ রোজ পুষ্টিকর স্যান্ডউইচ খেতে চাইবে সন্তান, শুধু পাউরুটিতে মাখিয়ে দিন পুদিনা-পনিরের ডিপ

বয়স বাড়ছে, দাড়ি বাড়ছে না? পাঁচটি ঘরোয়া টোটকার পঞ্চবাণ প্রয়োগ করুন, ঘন কালো কেশে ঢাকবে গাল

আলু-গাজর দিয়েই তৈরি হবে জেল্লা বাড়ানোর ক্রিম! শিখে নিন প্রস্তুতপ্রণালী, আর বাজার থেকে কিনতে হবে না

নারকেল তেলে মিশিয়ে নিন ঘরোয়া তিনটি উপাদান, তাতেই তৈরি হয়ে যাবে ‘বয়স কমানো’র ফেস প্যাক