আজকাল ওয়েবডেস্ক: আমেরিকার মসনদে ফেরার পর থেকেই একের পর এক বড় সিদ্ধান্ত। ট্রাম্পের নয়া নীতিতে এবার চিন্তায় বাণিজ্য মহল। একই সঙ্গে প্রশ্ন, আমেরিকায় আমদানি হওয়া সব গাড়ির উপরে যে ২৫ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা, তাতে বিপাকে পড়বে কোন কোন ভারতীয় সংস্থা?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়েছেন, আমেরিকায় আমদানি হওয়া সব গাড়ির উপরে ২৫ শতাংশ শুল্ক চাপাবে মার্কিন মুলুক। এই প্রসঙ্গে আভাস যদিও আগেই দিয়ে রেখেছিলেন তিনি। ফেব্রুয়ারিতেই আমদানি গাড়ির উপর শুল্ক চাপানোর ভাবনার কথা শোনা গিয়েছিল, মার্চের একেবারে শেষে জানালেন, তা কার্যকরী হবে ঠিক কবে থেকে।
২ এপ্রিল থেকেই এই নতুন নিয়ম কার্যকরী হবে। এই সিদ্ধান্ত গ্রহণের পিছনে কারণ? কারণ হিসেবে জানানো হয়েছে, নয়া নিয়ম চালু হলে, তাতে মার্কিন মুলুকের ভান্ডার সমৃদ্ধ হবে, হিসেব সেই অঙ্ক বিপুল। অন্যদিকে এই সিদ্ধান্ত কার্যকরী হলে, আমেরিকায় শিল্প আরও কিছুটা গতি পাবে বলেও মনে করছেন প্রেসিডেন্ট। যদিও রাতারাতি বিপুল অঙ্কের শুল্ক প্রয়োগ সে দেশের শিল্পে গত আনতে কতটা সদর্থক ভূমিকা নেবে, তা নিয়ে প্রশ্ন জাগছে সে দেশেরই শিল্প মহলে।
কিন্তু প্রশ্ন, এই নয়া শুল্ক নীতি কার্যকরী হলে, ভারতের কোন কোন সংস্থা বিপাকে পড়বে? কারণ প্রতি বছর এই দেশের বেশকিছু সংস্থা গাড়ির অংশ, যন্ত্রপাতি রপ্তানি করে মার্কিন মুলুকে। তথ্য, ২০২৪ অর্থবর্ষে, ভারত ২১.২ বিলিয়ন ডলার মূল্যের গাড়ির যন্ত্রাংশ রপ্তানি করেছে, তার মধ্যে একটা বড় অংশ রপ্তানি হয়েছে মার্কিন মুলুকে। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ট্রাম্পের নয়া নীতিতে বিপাকে পড়তে পারে টাটা মোটরস, রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থা আইশার মোটরস, সোনা বিএলডব্লিউ এবং সম্বর্ধনা মাদারসনের মতো ভারতীয় সংস্থাগুলি।
এই প্রসঙ্গে উল্লেখ্য, মার্কিন বাজারে টাটা মোটরস-এর সরাসরি রপ্তানি না থাকলেও, তার সহযোগী সংস্থা জাগুয়ার ল্যান্ড রোভারের আবার বড় চাহিদা মার্কিন মুলুকে।
