আজকাল ওয়েবডেস্ক: বিমানবন্দরে পৌঁছেই খুলে ফেললেন জামাকাপড়। এরপর নগ্ন হয়ে বিমানবন্দরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ালেন এক তরুণী। শুধু নগ্ন হয়ে দৌড়াদৌড়ি নয়, একের পর এক বিমানকর্মী থেকে সাধারণ যাত্রীদের উপরেও হামলা করেন তিনি। তরুণীর এহেন কীর্তিতে চক্ষু চড়কগাছ সকলের। বিমানবন্দরের মধ্যে ছড়ায় চাঞ্চল্য।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ১৪ মার্চ। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাস ফোর্থ ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে। পুলিশ জানিয়েছে, তরুণীর নাম সামান্থা। সিসিটিভি ফুটেজে দেখে গেছে, বিমানবন্দরে ঢুকেই জামাকাপড় খুলে সকলের সামনে নগ্ন হন তিনি। এরপর নগ্ন হয়েই চিৎকার করতে থাকেন। সাধারণ যাত্রীদের গায়ে জল ছুড়ে মারেন।
পুলিশ আরও জানিয়েছে, অন্ততপক্ষে দু'জন বিমানকর্মীর উপর পেনসিল নিয়ে আক্রমণ করেন। তাঁদের গায়ে পেনসিল গেঁথে দেন। এরপর বিমানবন্দরের মধ্যে এক রেস্তোরাঁর মালিককেও আক্রমণ করেন। তাঁকে কামড়েও দেন। পুলিশ দেখেই ছুটে পালিয়ে যান তরুণী। বিমানবন্দরের টার্মিনাল ডি-এর ডি১ গেটের পিছনে লুকিয়ে ছিলেন। সেখান থেকে তাঁকে আটক করে পুলিশ।
পুলিশি জেরায় তরুণী জানিয়েছেন, তিনি আট বছর বয়সি মেয়েকে নিয়ে বিমানবন্দরে ঢুকেছিলেন। সেদিন ওষুধ খেতে ভুলে গেছিলেন। তার জেরে এমন কাণ্ড ঘটান।
