মন্ত্রকের তহবিল ব্যবহার না করার কারণে সংসদীয় কমিটি পরিবেশ মন্ত্রককে তুলোধনা করল। ২০২৪-২৫ অর্থবছরের জন্য 'দূষণ নিয়ন্ত্রণ' প্রকল্পে বরাদ্দ করা ৮৫৮ কোটি টাকার মধ্যে মাত্র ৭.২২ কোটি টাকা, যা মোট বরাদ্দের ১ শতাংশেরও কম, ব্যবহৃত হয়েছে। এই তথ্য পার্লামেন্টে পেশ করা একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি মন্ত্রককে এই ব্যাপারে আত্মবিশ্লেষণ করার পরামর্শ দিয়েছে এবং মন্ত্রকের কার্যকলাপহীনতায় বিস্ময় প্রকাশ করেছে।

কমিটি তার প্রতিবেদনে উল্লেখ করেছে, "৮৫৮ কোটি টাকার মতো বড় অঙ্কের টাকা, যা মন্ত্রকের বার্ষিক সংশোধিত অনুমানের ২৭.৪৪ শতাংশ, এখনও পর্যন্ত অব্যবহৃত রয়েছে, যেহেতু 'দূষণ নিয়ন্ত্রণ প্রকল্প' চালিয়ে যাওয়ার অনুমোদন এখনও আসেনি, এমনকি অর্থবছরের শেষ সময়ে দাঁড়িয়ে।"

মন্ত্রকের কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পের ধারাবাহিকতার অনুমোদন এখনও না আসায় তহবিলগুলি ব্যবহার করা যায়নি। তবে, তাঁরা আরও জানিয়েছেন যে, গত দুই অর্থবছরে প্রকল্পের জন্য বরাদ্দ করা পুরো বাজেট ব্যবহার করা হয়েছে।