আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবারেই জোর চর্চা শুরু হয়েছিল মার্কিন ফেডারেল কমিশনের রিপোর্ট নিয়ে। বুধবার বিকেল গড়াতেই আমেরিকার কমিশনকে যোগ্য জবাব দিল ভারতের বিদেশ মন্ত্রক। কড়া সমালোচনা এবং নিন্দায় বিদেশ মন্ত্রক সাফ জানিয়ে দিল, ইউএসসিআইআরএফ-এর রিপোর্ট উদ্দেশ্যপ্রণোদিত, অকারণ, ভিত্তিহীন। নয়াদিল্লির তরফে জানানো হয়েছে, বিচ্ছিন্ন ঘটনাগুলিকে ভুলভাবে উপস্থাপনের চেষ্টা করেছে ইউএসসিআইআরএফ এবং ভারতের প্রাণবন্ত বহুসংস্কৃতির সমাজের উপর সন্দেহ প্রকাশের ক্রমাগত প্রচেষ্টা চালাচ্ছে। ধর্মীয় স্বাধীনতার জন্য প্রকৃত উদ্বেগের পরিবর্তে একটি ইচ্ছাকৃত এজেন্ডাকে প্রতিফলিত রছে বলে মত ভারতের। একই সঙ্গে দাবি, আমেরিকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কমিশনই উদ্বেগের।


ঘটনার সূত্রপাত মঙ্গলবার। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, ইউএসসিআইআরএফ তাদের রিপোর্টে দাবি করেছে শিখ বিচ্ছন্নতাবাদীদের হত্যায় যোগ রয়েছে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং-এর, অর্থাৎ ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর। এই প্রসঙ্গ উত্থাপন করে আমেরিকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কমিশন ‘র’-কে নিষিদ্ধ করার সুপারিশ করেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, ‘র’ ছাড়াও দেশের একাধিক বিষয়ে মন্তব্য করা হয়েছে ওই রিপোর্টে। 

তারপরেই সামনে এসেছে ভারতের বিদেশ মন্ত্রকের প্রতিক্রিয়া। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আমরা সম্প্রতি প্রকাশিত মার্কিন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের ২০২৫-এর বার্ষিক প্রতিবেদন দেখেছি, যা আবাওর পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মূল্যায়ন জারি করার ধারা অব্যাহত রেখেছে।‘