আজকাল ওয়েবডেস্ক: আঙুলের ছাপ কি শুধুই পরিচয়পত্রের জন্য? না, জানলে অবাক হবেন যে আপনার পাশের মানুষটি কেমন তাও বলতে পারে ফিঙ্গারপ্রিন্ট। আসলে আঙুলের আকৃতি ব্যক্তিত্ব সম্পর্কে অনেক অজানা তথ্য জানান দিতে পারে। আঙুল সাধারণত সোজা, ছুঁচলো, এবং গিঁটযুক্ত-এই তিন রকমের হয়। আর আঙুলের এই আকৃতি অনুযায়ীই ভিন্ন হয় ব্যক্তিত্ব। 

সোজা আঙুল: যাদের আঙুল সোজা হয়, তাঁরা সাধারণত যে কোনও বিষয়ে ভারসাম্য রেখে চলেন। এঁরা নির্ভরযোগ্য ও বাস্তববাদী হন। পরামর্শের জন্য তাঁদের কাছে অন্যরা আসেন। কর্মক্ষেত্রে এঁরা বিচক্ষণতার সঙ্গে কাজ করেন। সম্পর্কেও বিশ্বস্ত, প্রতিশ্রুতিবদ্ধ হন। আর্থিক বিষয়ে সতর্কভাবে সিদ্ধান্ত নেন এবং সঞ্চয়ে মনোযোগী, দীর্ঘমেয়াদী স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেন।

ছুঁচলো আঙুল: আঙুলের ডগা যাদের ছুঁচলো হয় তাঁরা সৃজনশীল এবং অন্তর্দৃষ্টিসম্পন্ন মানুষ হন। এঁরা নতুন ধারণা এবং যে কোনও সমস্যার দ্রুত সমাধান করতে পছন্দ করেন। কর্মক্ষেত্রে নতুন ধারণা বিকাশে পারদর্শী এবং রুটিন কাজে বিরক্তবোধ করেন। এই ধরনের মানুষেরা সম্পর্কে বেশ স্বতঃস্ফূর্ত এবং রোমান্টিক মানসিকতার হন। 

গিঁটযুক্ত আঙুল: যাদের আঙুলের গিঁট স্পষ্ট, তারা বিশ্লেষণাত্মক এবং যে কোনও বিষয়ে বিশদে ভাবতে পছন্দ করেন। একইসঙ্গে এঁরা পরিকল্পনা এবং সংগঠনে দক্ষ, এবং জটিল সমস্যা সমাধানে পারদর্শী হন। এঁরা কর্মক্ষেত্রে গবেষণা এবং বিশ্লেষণমূলক কাজে উৎকর্ষতা প্রদর্শন করেন। এই ধরনের মানুষেরা সম্পর্কে বেশ চিন্তাশীল, অনুভূতির প্রতি সংবেদনশীল এবং সহানুভূতিশীল সঙ্গী খোঁজেন।