আজকাল ওয়েবডেস্ক: হার, হার এবং হার। চুম্বকে এটাই পাকিস্তান-নিউ জিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। 

সিরিজ আগেই জিতে নিয়েছিল কিউয়িরা। এদিনের ম্যাচ ছিল নিয়মরক্ষার। সেই ম্যাচেও পাকিস্তানকে মাটি ধরাল নিউজিল্যান্ড। 
ম্যাচের আগে শাহিদ আফ্রিদি বলেছিলেন, শাহিন আফ্রিদিকে বিশ্রাম দেওয়া হোক। এ নিয়ে পাকিস্তান ক্রিকেট তোলপাড় ছিল। ওয়েলিংটনে ছবিটা বদলাল না। 

সিরিজের প্রথম ম্যাচ হয়েছিল ক্রাইস্টচার্চে। প্রথম ম্যাচে পাকিস্তানের ৯১ রান নিউজিল্যান্ড তুলে নিয়েছিল ৫৯ বল বাকি থাকতেই। 

এদিন নিউজিল্যান্ড জেতে ৬০ বল হাতে রেখে। কিছুই ঠিক হচ্ছে না পাকিস্তানের। ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তান প্রথমে করল ৯ উইকেটে ১২৮ রান। রান তাড়া করতে নেমে ১০ ওভারে কিউয়িরা ম্যাচ জিতে যায়। 

পাকিস্তানের রান তাড়া করতে নেমে ব্যাটে ঝড় তোলেন টিম সেইফার্ট। মাত্র ৩৮ বলে ৯৭ রানের ইনিংস খেলেন কিউয়ি তারকা। ৬টি চার ও ১০টি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। 

পঞ্চাশ করতে ২৩ বল খরচ করেন সেইফার্ট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই সেইফার্টের সর্বোচ্চ রান।

পাকিস্তানের অধিনায়ক সলমন ৩৯ বলে করেন ৫১ রান। এটাই পাক ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। শাদাব খান করেন ২০ বলে ২৮ রান। 

এ ছাড়া দুই অঙ্ক ছুঁয়েছেন শুধু ওপেনার মহম্মদ হারিস (১১)। নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম ২২ রানে নেন ৫ উইকেট। পাঁচ ম্যাচের সিরিজ ৪-১-এ জেতে নিউজিল্যান্ড। এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ রয়েছে দু'দলের।