আজকাল ওয়েবডেস্ক: বোলিং ব্যর্থতায় প্রথম ম্যাচে দিল্লির কাছে হারতে হয়েছে। দ্বিতীয় ম্যাচের আগে সুখবর পেল লখনউ শিবির। বিসিসিআইয়ের থেকে ফিট সার্টিফিকেট পেয়ে গেলেন আবেশ খান। ডান হাঁটুর চোট নিয়ে দীর্ঘদিন ভুগছিলেন তারকা পেসার। শেষমেষ বোর্ডের মেডিক্যাল টিমের থেকে ক্লিয়ারেন্স পেলেন। এরমধ্যেই লখনউ সুপার জায়ান্টসের শিবিরে যোগ দেবেন। জানুয়ারি থেকে মাঠের বাইরে আবেশ। গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের জার্সিতে টি-২০ খেলেন। রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের লিগের শেষ ম্যাচেও খেলতে পারেননি। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব সারেন। সোমবার চূড়ান্ত ফিটনেস টেস্টে পাস করেন আবেশ। 

লখনউ শিবিরে ঠিক কবে যোগ দেবেন, এখনও জানা যায়নি। পরের ম্যাচে পাওয়া যাবে কিনা এখনও স্পষ্ট নয়। শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পরের ম্যাচ ঋষভ পন্থদের। বাউন্স ব্যাক করতে চাইবে লখনউ। দলের একাধিক পেসার চোট-আঘাতে ভুগছে। চোট রয়েছে মায়াঙ্ক  যাদবের। আকাশ দীপও ফিট নয়। বর্ডার-গাভাসকর ট্রফিতে চোট পান। চোটের জন্য আগেই ছিটকে গিয়েছে মহসিন খান। তাঁর জায়গায় নেওয়া হয়েছে শার্দূল ঠাকুরকে। দিল্লি ম্যাচের পর বোলিংয়ের সমস্যার কথা জানান লখনউয়ের সহকারী কোচ ল্যান্স ক্লজনার। আবেশের প্রত্যাবর্তনে কিছুটা হলেও স্বস্তি ফিরবে লখনউ শিবিরে।