আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান ক্রিকেট নিয়ে কিছুই বলা সম্ভব নয়। যে দল দুশোর বেশি রান তাড়া করে জিততে পারে, সেই দলই আবার অসহায় ভাবে আত্মসমর্পণও করতে পারে। 

রবিবার নিউ জিল্যান্ড ১১৫ রানে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতে নেয়। প্রথমে ব্যাট করে নিউ জিল্যান্ড তুলেছিল ৬ উইকেটে ২২০ রান। 

রান তাড়া করতে নেমে পাকিস্তান থেমে যায় ১০৫ মানে। পাকিস্তানের বিরুদ্ধে এই প্রথমবার একশোর বেশি রানে ম্যাচ জিতল কিউয়িরা। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউ জিল্যান্ডের এটি দ্বিতীয় সর্বোচ্চ জয়। মাউন্ট মঙ্গানুইয়েই ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১১৯ রানে ম্যাচ জেতা এখনও সেরা। 

ফিন অ্যালেন, টিম সাইফার্ট, মাইকেল ব্রেসওয়েলের বিস্ফোরক ইনিংসে ৬ উইকেটে ২২০ রান করে নিউ জিল্যান্ড। ফিন অ্যালেন মাত্র ২০ বলে ৫০ রান করেন। ৬টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি মারে অ্যালেন। টেম সাইফার্ট ২২ বলে দুরন্ত ৪৪ রান করেন। ৩টি চার ও ৪টি ছয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। কম যাননি ব্রেসওয়েলও। ২৬ বলে ৪৬ রানের ইনিংস খেলেন তিনি। ৫টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি। 

রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে পাকিস্তান। সেই যে ইনিংসের শুরু থেকে উইকেট পড়তে লাগল, তা আর থামানো যায়নি। পাকিস্তানের ইনিংস শেষ হয় ১০৫ রানে। 

জ্যাকব ডাফি ২০ রানে ৪ টি উইকেট নেন। জাকারি ফোকস ২৫ রানে তিন উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন।