আজকাল ওয়েবডেস্ক: যাবতীয় বিতর্ক মিটিয়ে অবশেষে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে অন্তর্ভুক্ত করা হল বক্সিং। বৃহস্পতিবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। এর আগে সোমবার আইওসির এক্সিকিউটিভ বোর্ড ওয়ার্ল্ড বক্সিংকে এই খেলাটির নয়া পরিচালন সংস্থা হিসেবে স্বীকৃতি দেয়। আগামী অলিম্পিকে বক্সিং অন্তর্ভুক্ত করতে হলে এই স্বীকৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এমনটাই জানাচ্ছে বিশেষজ্ঞ মহল। ১৯০৪ সাল থেকে অলিম্পিকের অংশ হয়ে আসছে বক্সিং।
শুধুমাত্র ১৯১২ সালে স্টকহোম গেমসে এটি সুইডিশ আইনের কারণে নিষিদ্ধ হয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে বক্সিংয়ের আন্তর্জাতিক পরিচালন সংস্থাকে ঘিরে বিতর্ক তৈরি হয়। রাশিয়া-নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের আর্থিক, প্রশাসনিক এবং নৈতিক সমস্যা ঘিরে প্রশ্ন ওঠে। সে কারণে টোকিও এবং প্যারিসে নিজেদের উদ্যোগেই অলিম্পিকে বক্সিংয়ের আয়োজন করেছিল আইওসি। কিন্তু লস অ্যাঞ্জেলসের আগে অলিম্পিকের নিয়ামক সংস্থার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যদি বক্সিংকে ২০২৮ অলিম্পিকে অন্তর্ভুক্ত করতে হয়, তবে যত তাড়াতাড়ি সম্ভব নতুন পরিচালন সংস্থা তৈরি করতে হবে।
গত মাসেই আইওসি ওয়ার্ল্ড বক্সিংকে সাময়িকভাবে স্বীকৃতি দিয়েছিল। অবশেষে বৃহস্পতিবার নিজেদের অধিবেশনে আনুষ্ঠানিকভাবে এই সংস্থাকে বক্সিং পরিচালনার দায়িত্ব দেওয়া হয় অলিম্পিক কমিটির তরফে। ওয়ার্ল্ড বক্সিংয়ের প্রেসিডেন্ট বোরিস ভ্যান ডের ভোর্স্ট এক বিবৃতিতে বলেন, আইওসির এই সিদ্ধান্তের জন্য আমরা কৃতজ্ঞ। ২০২৮ অলিম্পিকে বক্সিং ফিরিয়ে আনার ক্ষেত্রে আমাদের ওপর যে আস্থা রাখা হয়েছে তার মান রাখার প্রতিশ্রুতি দিচ্ছি।' এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রাক্তন অলিম্পিক বক্সিং চ্যাম্পিয়নরাও।
