নিজস্ব সংবাদদাতা: অল্পদিনেই দর্শকের মন জয় করেছে স্টার জলসার ধারাবাহিক 'রাঙ্গামতি তীরন্দাজ'। চলতি সপ্তাহে টিআরপিতে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে এই মেগা।
গল্পে ঘটনাচক্রে একলব্যর সঙ্গে বিয়ে হয়ে যায় রাঙামতির। প্রথমে একলব্যর সঙ্গে বনিবনা না থাকলেও রাঙ্গাকে কখনও স্ত্রীর মর্যাদা থেকে বঞ্চিত করেনি একলব্য। এদিকে, নামী তিরন্দাজ হওয়ার স্বপ্ন দেখে রাঙ্গা। তাই বিয়ের পরেও সে নিজের লক্ষ্যের দিকে স্থির থাকে। কিন্তু পরিবারের অনেকেই তার ভাল চায় না। তাই নানাভাবে রাঙ্গাকে বিপদের মুখে ফেলতে চায় তারা।
সম্প্রতি প্রকাশ্যে আসা প্রোমোয় দেখা যাচ্ছে ফের ঘোর বিপদের মুখে পড়েছে রাঙ্গামতি। এবার দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে এসেছে তার। লক্ষ্য সামনে থাকলেও তির লাগছে না সঠিক জায়গায়। চোখে ধোঁয়াশা দেখছে সে। নিজের এই অবস্থা দেখে ভয় পেয়ে যায় রাঙ্গা। চিৎকার করে একলব্যকে ডাকে।
বরাবরের মতোই রাঙ্গাকে সাহস জোগায় একলব্য। মনে করিয়ে দেয় সামনে চ্যাম্পিয়নশিপ লিগ আসছে। তার আগে তাকে সুস্থ হতেই হবে। কিন্তু রাঙ্গাকে মনের জোর দিলেও নিজে চিন্তায় পড়ে সে। কীভাবে হল রাঙ্গার এই পরিণতি? কে রয়েছে এই চক্রান্তের পিছনে?
