আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার কেরলের কান্নুর জেলার বিভিন্ন এলাকায় একটি উন্মত্ত কুকুরকে পিঠিয়ে মারল এক ব্যক্তি। কুকুরটি গত কয়েকদিন ধরেই অসংলগ্ন আচরণ করছিল। শেষে ওই খুকুরটি শিশু-সহ ৩৫ জনেরও বেশি মানুষকে আক্রমণ করে। এরপরই আক্রান্ত এক ব্যক্তি উন্মত্ত কুকুরটিকে পিটিয়ে হত্যা করেছে।

এ দিন ৭টা থেকেই হামলা শুরু করে কুকুরটি। প্রথমে কুন্নুরের কোয়োড রোডে আক্রমণ করে সটি। এরপর বেলা যত বেড়েছে ততই উন্মত্ত কুকুরটি পোদুভাচেরি, ইরিভেরি, পানেরিচাল, মুঝাপ্পালা, চক্করাক্কাল শহর, চক্করাক্কাল সোনা রোড, অঞ্জারকান্ডির চিরাক্কাট এবং চেম্বিলোড পঞ্চায়েত-সহ বেশ কয়েকটি জায়গায় মানুষকে নিশানা করে। আহতদের মধ্যে পথচারী, বাস স্টপে অপেক্ষারত মানুষ, শিশু এবং এমনকি বারান্দায় দাঁড়িয়ে থাকা ব্যক্তিরাও রয়েছে।

আহতদের মধ্যে, মুখে গুরুতর আঘাতপ্রাপ্ত একজনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে, অন্য তিনজনকে কান্নুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসার জন্য কান্নুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রশাসনিক কর্তৃপক্ষ যেসব এলাকায় ওই কুকুরটি তাণ্ডব চালায় সেইসব অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার এবং ভবিষ্যতে এ ধরনে ঘটনা এড়াতে বা কোনও আক্রমণাত্মক বিপথগামী প্রাণীর খবর দেওয়ার জন্য অনুরোধ করেছে। স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং জলাতঙ্ক প্রতিরোধী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গত সপ্তাহে, তামিলনাড়ুর কোয়েম্বাটুরের একটি সরকারি হাসপাতালে জলাতঙ্ক রোগে আক্রান্ত এক ব্যক্তি নিজের গলা কেটে ফেলেন। একটি উন্মত্ত কুকুর কামড়ানোর পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রাখা হয়েছিল আইসোলেশন ওয়ার্ডে। তবে সময় এগোলে রোগীর আক্রমণাত্মক এবং অসংলগ্ন আচরণ লক্ষ্য করা যায়। অবশেষে তিনি নিজেকেই মারাত্মকভাবে আহত করে মৃত্যুর কোলে ঢোলে পড়েন।