নিজস্ব সংবাদদাতা: বলিউডের জনপ্রিয় ধারাবাহিক 'অনুপমা'। বাঙালি মেয়ে রূপালি গঙ্গোপাধ্যায় অভিনীত এই ধারাবাহিকটি শুরুর দিন থেকেই জনপ্রিয়তার শীর্ষে। এই ধারাবাহিকের দৌলতেই বেশ চর্চায় উঠে এসেছেন রূপালি। রাজন শাহী প্রযোজিত 'অনুপমা'-তে কেন্দ্রীয় চরিত্রই হলেন রূপালি। যদিও এখন গল্প এগোচ্ছে 'প্রেম' ( শিবম খাজুরিয়া) ও 'রাহি' (অদ্রিজা রায়)কে নিয়ে।

 


সূত্রের খবর, ধারাবাহিকে আসতে চলেছে নতুন মোড়। গল্প নাকি এগিয়ে যাবে বেশকিছু বছর। এই মেগার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব গিয়েছিল অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের কাছে। 

 

 

টলিউড থেকে বলিউডে সমানতালে দর্শকের মন জয় করেছেন সাহেব। শুধু অভিনয়ে নয়, গানেও মুগ্ধ করেছেন অনুরাগীদের। 'অনুপমা'র প্রস্তাব পেলেও নাকচ করেছেন অভিনেতা। কিন্তু কেন?

 

 

'অনুপমা' ছাড়ার প্রসঙ্গে আজকাল ডট ইন-কে সাহেব চট্টোপাধ্যায় বলেন, "খুব গুরুত্বপূর্ণ চরিত্রের প্রস্তাব এসেছিল। মাসে ১৫-২০ দিন শুটিংয়ের ডেট লক ছিল। কিন্তু বলিউড ও টলিউডের বেশকিছু কাজের সুযোগ আসায়, মেগায় অভিনয় করা সম্ভব হল না।" 

 


প্রসঙ্গত, 'অনুপমা'র জীবনের নিত্যনতুন মোড় দারুণ পছন্দ দর্শকের। বহু বছর ধরে এই মেগা চললেও একটুও কমেনি এর জনপ্রিয়তা। বাংলা ধারাবাহিক 'শ্রীময়ী'র আদলে তৈরি 'অনুপমা' প্রতিদিন জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যাচ্ছে।