আজকাল ওয়েবডেস্ক: মথুরা এবং বৃন্দাবনের মতো শহরগুলি প্রায় বাঁদরে ছয়লাপ। বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে ব্যক্তিগত জিনিসপত্র ছিনিয়ে নেয় বাঁদরেরা। প্রায় দেখা যায় এ জিনিস। ইতি-উতি প্রচুর দেখা মেলে এই বাঁদরের। এইবার একটি বাঁদরের কাণ্ড শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়াজুড়ে। সম্প্রতি তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বাঁদরের আতঙ্ক রয়েছে ওই দুই শহরের সর্বত্র। কার্তিক রাঠৌর বলে এক ব্যক্তি সেটা শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে, বাঁদরটি একটি বারান্দায় বসে আছে এবং ফোন ধরে আছে। নীচে দাঁড়িয়ে তিনজন লোক মরিয়া হয়ে ফোনটি ফেরত দেওয়ার জন্য আলোচনা করছেন। বাঁদরটিকে ইশারায় ফ্রুটি দেওয়ার কথাও জানান। তবে ওই বাঁদরের তাতে কোনও হেলদোল নেই। শেষপর্যন্ত একটি প্যাকেট বাঁদরের নাগালের মধ্যে চলে আসে। সেই সুযোগটিকে কাজে লাগিয়ে সেই ফোনটি ছিনিয়ে নেয়।
ইতিমধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াজুড়ে। অনেকেই বানরদের এই কৌশল নিয়ে মজা প্রকাশ করেছেন। প্রায়ই দেখা যায়, অনেকক্ষেত্রেই মূল্যবান জিনিসপত্র চুরি করেছেন বাঁদরেরা। কিন্তু খাবারের বিনিময়ে অনেকেই ফেরত দিয়েছে তা। অন্য আরেকজন নেটিজেন জানিয়েছেন, ফোন এবং চশমার মতো মূল্যবান জিনিসপত্রও অনেকক্ষেত্রে বাঁদরেরা অনেকসময় কেড়ে নেন। আরেক নেটিজেনের মন্তব্য, তাঁরা ফোন এবং চশমার মতো মূল্যবান জিনিসপত্র চুরি করতে এগিয়ে নেন। অন্য আরেকজনের বক্তব্য, এই বাঁদরটি তার সেরা জীবন উদযাপন করছে। বিনামূল্যে ব্যবসা করছে এবং বদলে পানীয় পাচ্ছে। চারনম্বরজনের বক্তব্য, এটিও একধরনের বীমা। তবে এই ভিডিও নিয়ে হাহাকার সোশ্যাল মিডিয়াজুড়ে।
