আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের আগে অক্ষর প্যাটেলের ডেপুটি ঘোষণা করল দিল্লি ক্যাপিটালস। দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার ফ্যাফ ডু প্লেসিকে আইপিএলের ১৮তম সংস্করণের জন্য দলের সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। নতুন অধিনায়ক অক্ষর প্যাটেলের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন ফ্যাফ। আগামী ২২ মার্চ শুরু হতে চলা আইপিএলের নতুন মরশুমে দিল্লি ক্যাপিটালস নতুন ম্যানেজমেন্ট নিয়ে নামবে। গত শুক্রবার দিল্লি ক্যাপিটালস অধিনায়ক হিসেবে অক্ষর প্যাটেলের নাম ঘোষণা করে।

 

ঋষভ পন্থ লখনউতে যাওয়ার পর অধিনায়ক কে হবেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। কে এল রাহুলের নাম ভেসে উঠলেও অক্ষর প্যাটেলের নাম জানানো হয় নয়া ক্যাপ্টেন হিসেবে। অন্যদিকে, ফ্যাফ গত তিন মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্ব দিলেও আরসিবি তাঁকে এবার রিটেন করেনি। জেদ্দায় অনুষ্ঠিত আইপিএলের নিলামে প্রথম দিনে কোনও দলই ফাফকে কেনার আগ্রহ দেখায়নি। তবে নিলামের শেষ দিনে মাত্র ২ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালস তাঁকে দলে নেয়।

 

এবার সহ-অধিনায়ক হিসেবে তাঁর নাম ঘোষণা করে বড় চমক দিল দিল্লি। দিল্লি ক্যাপিটালসের একাদশে ফ্যাফ ডু প্লেসি নিয়মিত সুযোগ পাবেন কিনা, তা নিয়ে এখনও প্রশ্ন রয়ে গেছে। কারণ, দলে রয়েছেন তরুণ ব্যাটার জেক ফ্রেজার-ম্যাকগার্ক, যিনি গত মরশুমে ওপেনার হিসেবে সফল হয়েছিলেন। ফ্যাফও সদ্য সমাপ্ত হওয়া SA20 লিগে ১১ ম্যাচে ২৮৬ রান করে ফর্মে রয়েছেন। এছাড়া, ২০২৪ আইপিএলে তিনি আরসিবির হয়ে ৪৩৮ রান করেন, আর ২০২৩ সালে দুর্দান্ত পারফরম্যান্স করে ৭৩০ রান সংগ্রহ করেছিলেন।