সংবাদ সংস্থা মুম্বই: ‘পুষ্পা ২’-এর মাধ্যমে ভারতীয় সিনেমার বক্স অফিসের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করেছেন পরিচালক সুকুমার। বিশ্বব্যাপী ১৮০০ কোটি টাকা যায় করেছে সেই ছবি, যার ফলে বর্তমান সময়ের এ দেশের অন্যতম শক্তিশালী ও সফল পরিচালকের তকমা জুড়েছে তাঁর নামের পাশে। জোর খবর, এবার শাহরুখ খানের সঙ্গে নাকি জুটি বেঁধে নতুন ছবি তৈরি করতে চলেছেন তিনি! অর্থাৎ সোজা কথায়, নিজের নতুন ছবির মুখ্যভূমিকায় অভিনয়ের জন্য নাকি শাহরুখকে প্রস্তাব দিয়েছেন সুকুমার! 

 

বলিপাড়ায় ফিসফাস, সুকুমারের এই ছবি নাকি ডার্ক-থ্রিলার ঘরানার হতে চলেছে। ধূসর চরিত্রে দেখা যেতে পারে শাহরুখকে। যদি সব ঠিকঠাক থাকে, ‘ডন’, ‘রইস’-এর পর ফের একবার 'অ্যান্টি-হিরো' হিসাবে দেখা যাবে ‘কিং খান’কে। 

 


তবে এই দু’জন যদি পরস্পরের সঙ্গে কাজ করতে রাজি হয়ও, তবু দ্রুত সেই ছবি পর্দায় দেখা এককথায় অসম্ভব। কারণ এইমুহূর্তে সুকুমার ও শাহরুখ নিজেদের প্রজেক্ট নিয়ে এতটাই ব্যস্ত যে  তাঁরা একে অপরের সময়সূচী মেনে নিতে পারবে কি না তা স্পষ্ট নয়। তবে, যদি এই জুটি তৈরি হয়, তাহলে নিঃসন্দেহে এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রত্যাশিত ছবিগুলোর মধ্যে একটি হবে। এইমুহূর্তে শাহরুখ খানের হাতে ‘কিং’ এবং ‘পাঠান ২’-এর মতো ছবি রয়েছে। অন্যদিকে, রাম চরণের সঙ্গে একটি ছবিতে কাজ করছেন সুকুমার। তারপরে ‘পুষ্পা ৩’। একটি ছবিতে দুজনের একসঙ্গে কাজ করতে কমপক্ষে বছর দুই সময় লাগতে পারে। উল্লেখ্য, এখনও পর্যন্ত সুকুমার অথবা শাহরুখের তরফে এই প্রসঙ্গে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ্যে আসেনি।