সংবাদসংস্থা মুম্বই: সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওরির ছোঁয়ায় নাকি ভাগ্য ফেরে তারকাদের। এরকম কথা ঘোরে বলিপাড়ায়। তাই সবসময় চর্চায় থাকেন বলিউডের 'সেলফি কুমার'। কিন্তু এবার ওরি আইনি বিপাকে।
মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরের পাশের হোটেলে দেদার মদ্যপানের অভিযোগে ওরি এবং সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ, তাঁরা বৈষ্ণোদেবীর বেস ক্যাম্প কাটরার একটি হোটেলে রাতভর মদ্যপান করেছেন।
আইন অনুসারে, কাটরায় মদ বিক্রি, মদ রাখা এবং মদ পান করা কঠোরভাবে নিষিদ্ধ। সেই নিষেধাজ্ঞা অমান্য করেই রাতভর কাটরার একটি বিলাসবহুল হোটেলে মদ্যপান করেছেন ওরি-সহ আরও সাত ব্যক্তি। সোমবার কাটরা পুলিশ এই তথ্য নিশ্চিত করেছেন। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত ওরির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গত ১৫ মার্চ ওরির একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়েছিল। যেখানে একটি বেসরকারি হোটেলে বন্ধুদের সঙ্গে পার্টি করতে দেখা যায় তাঁকে। এই ঘটনার সূত্রপাত ওই ভিডিও ঘিরেই। জানা যাচ্ছে, ওরির বিরুদ্ধে বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন জম্মু-কাশ্মীর পুলিশ।
