ভারতীয় চলচ্চিত্রের সঙ্গীত জগতে তাঁর অবদান অতুলনীয়। তাঁর সুরের মূর্ছনা দশকের পর দশক মুগ্ধ করে রেখেছে আপামর শ্রোতাকে। এবার সেই কিংবদন্তি সুরকার ইলাইয়ারাজাকে এক অনন্য সম্মানে ভূষিত করতে চলেছে অজন্তা-ইলোরা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী ১১তম সংস্করণে তাঁকে তুলে দেওয়া হবে মর্যাদাপূর্ণ ‘পদ্মপাণি সম্মাননা’।
উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় সিনেমার ইতিহাসে ইলাইয়ারাজার যে বিপুল অবদান, তাকে কুর্নিশ জানাতেই এই সিদ্ধান্ত। কেবল দক্ষিণ ভারতীয় ছবিই নয়, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে তাঁর সুরের যে গভীরতা, তা সমকালীন সঙ্গীতচর্চায় এক আলাদা মাপকাঠি তৈরি করেছে।
উল্লেখ্য, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে আয়োজিত এই চলচ্চিত্র উৎসবটি প্রতি বছরই বিশ্বের নানা প্রান্তের সৃজনশীল কাজকে তুলে ধরে। তবে এই বিশেষ পুরস্কারটি দেওয়া হয় সেইসব ব্যক্তিত্বদের, যাঁরা চলচ্চিত্র মাধ্যমটিকে নিজের কাজের মাধ্যমে সমৃদ্ধ করেছেন। এর আগে এন চন্দ্রু এবং অন্য বিশিষ্টরা এই সম্মানে ভূষিত হয়েছেন।
ইলাইয়ারাজার মুকুটে এই নতুন পালক যুক্ত হওয়ায় খুশির হাওয়া তাঁর ভক্তমহলে। দীর্ঘ কেরিয়ারে তিনি হাজার হাজার গান উপহার দিয়েছেন, জিতেছেন একাধিক জাতীয় পুরস্কার। এবার অজন্তা-ইলোরার এই মঞ্চে তাঁর সেই দীর্ঘ যাত্রাকেই স্যালুট জানানো হবে।এই পুরস্কার হিসেবে তাঁর হাতে একটি পদ্মপাণি স্মারক ও মানপত্রের পাশাপাশি নগদ ২ লক্ষ টাকা তুলে দেওয়া হবে।
আগামী ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ছত্রপতি শম্ভাজিনগরের মহাত্মা গান্ধী মিশন চত্বরে এই চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং মহারাষ্ট্র সরকারের সাংস্কৃতিক বিষয়ক দফতরের সহযোগিতায় এই উৎসবের আয়োজন করা হয়েছে। এছাড়া ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং মহারাষ্ট্র সরকারের চলচ্চিত্র, মঞ্চ ও সাংস্কৃতিক উন্নয়ন কর্পোরেশন এই আয়োজনে সহ-পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত রয়েছে।
