আজকাল ওয়েবডেস্ক: আসন্ন আইপিএলের আগে মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ বেছে নিলেন অম্বাতি রায়ডু। এবারে মুম্বই দলে সবথেকে বড় প্রশ্ন রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামবেন কে? 

রায়ডু নিজের বেছে নেওয়া দলে মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকার রায়ান রিকেলটনকে। রায়ডুর বেছে নেওয়া একাদশে উইকেটকিপারের দায়িত্ব পালন করবেন রিকেলটন। ব্যাটিং লাইনআপের বাকি অংশ প্রত্যাশিতভাবেই সাজানো হয়েছে। রয়েছেন তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া এবং নামান ধীর। 

রায়ডু জানিয়েছেন, তিলক ও সূর্যকুমার নিজেদের ব্যাটিং অর্ডার পরিবর্তন করতে পারেন পরিস্থিতি বুঝে। তাঁর কথায়, আমার মনে হয় রোহিতের সঙ্গে রায়ান রিকেলটনের ওপেন করা উচিত। তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব তিন ও চার নম্বরে ব্যাট করবে। তবে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং অর্ডার বদলানো যেতে পারে। হার্দিক পান্ডিয়া পাঁচ নম্বরে এবং নামান ধীর নামবেন ছয় নম্বরে। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের সুবিধা নিতে পারবে মুম্বাই, সে কথাও জানিয়েছেন তিনি। 

এবারের আইপিএলের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে।