আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান ক্রিকেট আছে পাকিস্তানেই। চ্যাম্পিয়ন ট্রফিতে লজ্জাজনক ভাবে ছিটকে যেতে হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই পাকিস্তান হার মানল।
চ্যাম্পিয়ন্স ট্রফির পরে বাবর আজম ও মহম্মদ রিজওয়ানকে দল থেকে ছেঁটে ফেলে নতুন যুগের সূচনা করতে চেয়েছিল পাকিস্তান। কিন্তু যে তিমিয়ে তারা ছিল সেই তিমিরেই রয়ে গিয়েছে।
নতুন এক লজ্জার রেকর্ডও গড়েছে তারা। টস জিতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে পাঠায় পাকিস্তানকে। ৯১ রানে শেষ হয়ে যায় তারা। নিউজিল্যান্ডে এটাই পাকিস্তানের সর্বনিম্ন রান।
রান তাড়া করতে নেমে কিউয়িরা ম্যাচ জিতে নেয় এক উইকেট হারিয়ে। ১০.১ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নিউজিল্য়ান্ড। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০-এ এগিয়ে গেল কিউয়িরা।
একসময়ে ২.২ ওভারে তিন রানে এক উইকেট হারিয়েছিল পাকিস্তান। কিন্তু তাদের ইনিংস ভেঙে পড়ে ১৮.৪ ওভারে। আর কত যে লজ্জা উপহার দেবে পাকিস্তান!
বাবর আজম বেশি বল খেলেন। আধুনিক সময়ের ক্রিকেট অনুযায়ী তিনি দ্রুতগতিতে রান তুলতে পারেন না। রিজওয়ানের নেতৃত্ব নিয়ে দেশের ভিতরেই কত সমালোচনা। এই দু'জনের জায়গায় এদিন ওপেন করেন মহমম্দ হারিস ও হাসান নওয়াজ। দু'জনের কেউই খাতা খুলতে পারেননি। পাক ব্যাটারদের মধ্যে মাত্র তিন জন দুই অঙ্কের রান করেন। বাকিরা এলেন আর গেলেন। পাক ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেন খুশদিল শাহ (৩২)।
৯১ রান হাতে নিয়ে ম্যাচ জেতা যায় না। নিউজিল্যান্ডের দুই ওপেনার সেইফার্ট ও অ্যালেন ৫.৫ ওভারেই ৫৩ রান তুলে ফেলেন। সেইফার্ট ব্যক্তিগত ৪৪ রানে ফিরে যান। বাকি কাজটা করেন ফিন অ্যালেন (২৯ অপরাজিত) ও টিম রবিনসন (১৮ অপরাজিত)।
