সংবাদসংস্থা মুম্বই: কেরিয়ারের শুরু থেকেই বাবা আমিতাভ বচ্চনের সাথে তুলনা সহ্য করতে হয়েছে অভিষেক বচ্চনকে। অভিনেতা কেরিয়ারের প্রথম দিকে অনেক সংগ্রামও করেছেন, তাও তাঁর অনেক ছবিই বক্স অফিসে সফল হয়নি। একটা সময় এমনও এসেছিল যখন অভিষেক অভিনয় জগত থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন, কিন্তু ঠিক তখনই অমিতাভের একটি কথা ম্যাজিকের মতো কাজ করেছিল।
এক সাক্ষাৎকারে অভিষেক বলেছেন, "এমন এক পরিস্থিতিতে ছিলাম, যার বর্ণনা করতে পারব না। কেরিয়ারের শুরুতে আমি অনেক কঠিন সময় পার করছিলাম। যতই চেষ্টা করি না কেন, আমার লক্ষ্য অর্জন করতে পারছিলাম না। যে মানদণ্ড নির্ধারণ করেছিলাম, তার সঙ্গে কিছুই মিলছিল না।"
অভিনেতা বলেন, "আমার মনে আছে, এক রাতে বাবার কাছে গিয়ে বলেছিলাম যে আমার ভুল হয়েছে, যতই চেষ্টা করি না কেন কাজ হচ্ছে না। হয়তো এই অভিনয় জগত আমার জন্য নয়। এই কথা শুনে বাবা বলেছিলেন, 'তোমাকে একজন অভিনেতা হিসাবে বলছি, একজন বাবা হিসাবে নয়। তোমাকে আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। ব্যর্থতা জীবনের একটা অংশ এবং সকলকেই এর মধ্যে দিয়ে যেতে হয়। ব্যর্থতা ছাড়া কখনও সফলতা আসে না। যদি তুমি শ্বাস নাও, তাহলে তোমাকে শ্বাসও ছাড়তে হবে। এটাই নিয়ম।' বাবার এই কথা শুনে নিজের ভাবনায় পরিবর্তন এনেছি।"
