আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেই ছুটি কাটাতে চলে গেলেন রোহিত শর্মা। সপরিবারে গেলেন মালদ্বীপে। নিজেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রোহিত। ছবিতে স্ত্রী ঋতিকা এবং মেয়ে সামাইরার সঙ্গে দেখা যায় ভারত অধিনায়ককে। তবে তাঁদের সঙ্গে গিয়েছে পুত্র আহানও। ছুটি কাটানোর বিভিন্ন ছবি পোস্ট করেন রোহিত। কখনও জাহাজে, আবার কখনও সমুদ্রসৈকতে ছবি দেখা যায় রোহিত এবং তাঁর পরিবারের। আইপিএলের সব দল প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা ক্রিকেটারদের কয়েকদিন ছুটি দেওয়া হয়েছে। তাঁরা পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দেরীতে দলের সঙ্গে যোগ দেবে। সব দলের ক্ষেত্রেই এটা সমান। মুম্বইয়ের অনুশীলনে কয়েকদিন পরে যোগ দেবেন রোহিত। যেমন এখনও কলকাতা নাইট রাইডার্সের প্র্যাকটিসে যোগ দেননি বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা। পরের সপ্তাহে দলের সঙ্গে যোগ দেবেন তাঁরা। রোহিতেরও আগামী সপ্তাহে মুম্বইয়ের শিবিরে যোগ দেওয়ার কথা।
রোহিত বিশ্রাম নিলেও, ছুটিতে নেই হার্দিক পাণ্ডিয়া। ইতিমধ্যেই মুম্বই শিবিরে যোগ দিয়েছেন। তাঁকে হরমনপ্রীতদের সঙ্গে সময় কাটাতে দেখা যায়। শনিবার মেয়েদের আইপিএলের ফাইনালে দিল্লির মুখোমুখি মুম্বই। তার আগে মেয়েদের দলকে বিশেষ টিপস দেন হার্দিক। আইপিএলের প্রথম ম্যাচে মুম্বইয়ের প্রতিপক্ষ চেন্নাই। আইপিএলের ইতিহাসে দুই সবচেয়ে সফল দল। রোহিত এবং ধোনি, দু'জনেই পাঁচটি করে আইপিএল জিতেছেন। সুতরাং, আইপিএলের শুরুতেই বড় পরীক্ষা দুই দলের। ২৩ মার্চ ম্যাচটা চেন্নাইয়ের মাঠে। ওয়াংখেড়েতে রোহিতদের প্রথম ম্যাচ ৩১ মার্চ। প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স।
