আজকাল ওয়েবডেস্ক: ফের ভূমিকম্প। এবার লাদাখ ও জম্মু–কাশ্মীরের বিস্তীর্ণ অংশ কেঁপে উঠল। ভূমিকম্পের উৎসস্থল ছিল কার্গিল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রাত ২টো ৫০ মিনিটে ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়।
এদিকে আচমকা কম্পন অনুভূত হওয়ায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। যদিও স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা সম্পদহানির খবর মেলেনি।
এটা ঘটনা, লাদাখ ভৌগোলিক অবস্থানগত দিক থেকে ‘সিসমিক জোনন ৪’–এর মধ্যে পড়ে। কোনও অঞ্চলে ভূমিকম্পের সম্ভাবনা কতটা রয়েছে, তার উপর নির্ভর করে এই অঞ্চলগুলিকে ভাগ করা হয়। হিমালয় পার্বত্য এলাকায় অবস্থিত লাদাখ এমনিতেই ভূমিকম্পপ্রবণ এলাকা। প্রায়ই সেখানে ভূমিকম্পের ঘটনা ঘটে থাকে।
বিগত এক মাসে একাধিকবার ভূমিকম্প হয়েছে। গত ৮ মার্চ নেপালে শক্তিশালী ৫.১ মাত্রার ভূমিকম্প হয়, যার কম্পন ভারত, বাংলাদেশ, চীন ও ভুটানেও অনুভূত হয়েছিল। তার আগে গত মাসে অসমে ৫ মাত্রার ভূমিকম্প হয়েছিল।
