আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব শিক্ষাক্ষেত্রে আরও একবার গৌরব বৃদ্ধি করল পশ্চিমবঙ্গ। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ের বিষয়ভিত্তিক তালিকায় ভারতসেরার স্বীকৃতি পেল কলকাতার ঐতিহ্যবাহী যাদবপুর বিশ্ববিদ্যালয়। দর্শন বিভাগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সেরার স্বীকৃতি পেয়েছে এই শিক্ষাপ্রতিষ্ঠান।  শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয়ই নয়, রাজ্যের আরও এক গর্ব আইআইটি খড়্গপুরও নজর কেড়েছে আন্তর্জাতিক পর্যায়ে। কৃষি ও বনায়ন বিভাগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুগ্মভাবে ভারতসেরা হয়েছে খড়গপুর আইআইটি। এবারের র‍্যাঙ্কিংয়ে ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে সবচেয়ে ভালো ফল করেছে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়।

 

ইংরেজি সাহিত্য, ভাষাতত্ত্ব, নৃতত্ত্ব ও ইতিহাস বিভাগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে শীর্ষস্থান দখল করেছে তারা। এছাড়াও, ডেভেলপমেন্ট স্টাডিজ, সমাজতত্ত্ব ও ভূগোল বিভাগেও সর্বোচ্চ স্থান অর্জন করেছে জেএনইউ।  মোট ৬৯টি ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়েছিল এবারের কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়, আইআইটি খড়্গপুরের মতো প্রতিষ্ঠানগুলি ভাল ফল করলেও তবুও বিশ্বের নামী বিশ্ববিদ্যালয়গুলির তুলনায় অনেকটাই পিছিয়ে অধিকাংশ ভারতীয় প্রতিষ্ঠান। সমীক্ষা অনুযায়ী, ৭২ শতাংশ ক্ষেত্রেই ভারতের বিশ্ববিদ্যালয়গুলির উন্নতি লক্ষ্য করা গিয়েছে। যদিও কিছু ক্ষেত্রে পতন ঘটেছে বলেও জানান দিচ্ছে পরিসংখ্যান। তবে র‍্যাঙ্কিংয়ে এই উন্নতি দেশের শিক্ষাব্যবস্থায় অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।