আজকাল ওয়েবডেস্ক : দেশে চাকরির বেহাল দশা। সমাজমাধ্যমে ফের সেই বিতর্ক উস্কে দিলেন এক যুবক।  ভাইরাল পোস্ট ঘিরে নেটপাড়ায় শুরু হয়েছে তোলপাড়। জেনে নিন কী  ছিল ওই যুবকের পোস্টে যা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। 
বেসরকারি প্রতিষ্ঠানে একটি মাত্র পদে নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। তাতেই মোট আবেদনকারীর সংখ্যা ছিল ১৩৪৫১ জন।  ইতিমধ্যেই এই বিষয়টি সমাজমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে।  যুবক তাঁর পোস্টে জানিয়েছেন যে, আবেদনকারীদের মধ্যে ৮৬% স্নাতক, ১২% স্নাকোত্তর ডিগ্রিধারী রয়েছে।  তাঁদের মধ্যে বেশিরভাগই অনঅভিজ্ঞ।  তবে ১৩ % অভিজ্ঞ ব্যক্তিও ওই সংস্থায় আবেদন করেছেন । 
এরপরেই পোস্টটি নেটিজেনদের সামনে এলে তাঁরা নানা রকমের মত দিতে শুরু করেন।  দেশের অর্থনৈতিক দুরবস্থা  নিয়ে সওয়াল উঠেছে। অন্যদিকে একটি মাত্র পদে এত আবেদন আসার কারণ নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই।