আজকাল ওয়েবডেস্ক: দেশের অন্যতম নামকরা হাসপাতাল। সেই হাস্পাতালেই নাকি চলত কালা জাদু? ট্রাস্ট্রি বোর্ডের সদস্যদের অভিযোগে তোলপাড় দেশের রাজধানী। শুধু এই অভিযোগেই শেষ নয়, লীলাবতী কীর্তিলাল মেহতা মেডিকেল ট্রাস্টের বর্তমান সদস্যরা অভিযোগ করেছেন যে প্রাক্তন ট্রাস্টিরা ১,২০০ কোটি টাকার তহবিল আত্মসাৎ করেছেন।
আচমকা দেশের অন্যতম নামকরা হাসপাতালে কালো জাদুর প্রসঙ্গ কেনই বা তুলছেন ট্রাস্টি বোর্ডের নতুন সদস্যরা? তাঁদের অভিযোগ, হাসপাতালে, অফিসের নীচে তাঁরা আটটি কলসি পেয়েছেন, যেগুলি হাড় এবং মানুষের চুলে ভর্তি, সঙ্গে মজুত চিতাভস্মও। মঙ্গলবারেই এই অভিযোগ প্রকাশ্যে আসে।
পরিচালন সমিতির বর্তমান সদস্যদের অভিযোগ, হাসপাতাল তহবিল তেহকে প্রাক্তন সদস্যরা ১২০০ কোটি টাকা নয়ছয় করেছেন। ইতিমধ্যে একগুচ্ছ অভিযোগের ভিত্তিতে তিনটি এফআইআর দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, সম্প্রতি হওয়া অডিটে হাসপাতাল তহবিল থেকে আর্থিক তছরুপের বিষয়টি সামনে আসে।
