আজকাল ওয়েবডেস্ক: ফের দুর্ঘটনার কবলে রেল। ট্রেনে ফের আগুন আতঙ্ক। পুরুলিয়ায় ছররা এলাকায় টাটাগামী বক্সার–টাটানগর এক্সপ্রেসে আগুন লাগার ঘটনা ঘটে। ট্রেনটির জেনারেল কামরার বাথরুমে আগুন লাগে বলে জানা গেছে। ট্রেনটিকে থামিয়ে আগুন নেভানোর কাজ শুরু হয়।
রেল সূত্রে খবর, দক্ষিণ–পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশন এলাাকায় দুর্ঘটনাটি ঘটে। পুরুলিয়ার ছররা পেরিয়ে লেদাবেড়া এলাকায় ঝাড়খণ্ডের টাটানগরগামী ট্রেনের জেনারেল কামরার বাথরুমে কালো ধোঁয়া দেখতে পান যাত্রীরা। যাত্রীরা ট্রেনের চেন টেনে গাড়িটিকে থামান। ছুটে আসেন ট্রেনে থাকা রেলেরকর্মীরা। খবর দেওয়া হয় ছররা স্টেশনে। ছুটে আসেন রেলের আধিকারিকরা।
এরপর কামরা থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। পাশ্ববর্তী কয়েকটি কামরাও খালি করে দেওয়া হয়। ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। কামরায় থাকা অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। কী করে ট্রেনের কামরায় আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
এদিকে, রেল সূত্রে খবর, আগুনের কবলে পড়া কামরাটিকে বাদ দিয়ে ট্রেনটিকে রওনা করানো হয়েছে। দুর্ঘটনার জেরে ট্রেনটি ঘণ্টা দুয়েক দেরিতে চলছে।
