আজকাল ওয়েবডেস্ক: সংসদে হামলাকাণ্ডে এবার মোদি সরকারকে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, দেশে বেকারত্ব বাড়ছে। তাই এই ধরণের ঘটনা ঘটেছে। রাহুল গান্ধী আরও জানিয়েছেন, প্রতিটি জনসভা থেকে দেশে বেকারত্ব নেই বলে যে ভুয়ো দাবি করেন প্রধানমন্ত্রী তার পরিনাম দেখল সাংসদরা। যে দেশে বেকারদের মাত্রা বেশি হয় সেখানে এই ধরণের ঘটনা ঘটবেই। বর্তমানে দেশে যে হারে জনসংখ্যা বেড়েছে তার সঙ্গে পাল্লা দিয়ে কর্মসংস্থান হয়নি। তাই এই ধরণের ঘটনা ঘটেছে। রাহুলের সুরে সুর মিলিয়েছে অন্য বিরোধী দলগুলিও। তারাও জানিয়েছে যে ধরণের ঘটনা সংসদে ঘটেছে তা গণতন্ত্রের পক্ষে সঠিক নয়। সংসদ ভবনের যদি নিরাপত্তা না থাকে তবে দেশের মানুষের ভরসা উঠে যাবে।