কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায় রুটে সফল ট্রায়াল রান হল বৃহস্পতিবার। মেট্রোর উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে অরেঞ্জ লাইনে সফল মহড়া দৌড়। ট্রায়াল রানে অরেঞ্জ লাইনের এই ৫.৪ কিলোমিটার সম্প্রসারিত অংশে ৯০ কিলোমিটার গতিতে চারবার ছুটল মেট্রো। আগামী ২৪ ডিসেম্বর মেট্রোর এই রুটের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী।
