
বুধবার ২১ মে ২০২৫
নিজস্ব সংবাদদাতা: ২১ ফেব্রুয়ারি, শুক্রবার ‘বিশ্ব ভাষা দিবস’। ৭৩ বছর আগে যার সূচনা হয়েছিল ঢাকায়। মাতৃভাষার স্বীকৃতির দাবিতে গর্জে উঠেছিল ও-পার বাংলার রাজপথ-গলিপথ। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, শিলাজিৎ, পরান বন্দ্যোপাধ্যায়, অনুপম রায়ের কাছে আজকাল ডট ইন-এর প্রশ্ন ছিল, বর্তমান প্রজন্মের একটা অংশ মনে করেন তাঁদের কর্মক্ষেত্রের সঙ্গে বাংলা ভাষার যোগাযোগ অত্যন্ত ক্ষীণ। আপনাদের কর্মক্ষেত্রে বাংলা ভাষা কীভাবে সাহায্য করেছে? তাঁদের জবাবে, মাতৃভাষার উদ্যাপনে ভালবাসা আর গর্বের সঙ্গে থাকল কিছু বিষাদ আর আত্মসমালোচনা। শুনলেন রাহুল মজুমদার।
পরান বন্দ্যোপাধ্যায় তাঁর অতি পরিচিত ছন্দে বলে উঠলেন, “মা যেমন সাহায্য করে সন্তানদের, বাংলা ভাষাও বাঙালিদের তেমন করে। আমাকেও করেছে। দেখতে লাগে সেবা করছে, কিন্তু মা তো সন্তানের সেবা করে না। তাঁকে বাঁচিয়ে রাখে, বাংলা ভাষায় তাই-ই করেছে আমার জন্য। যাঁর মাতৃভাষা যা তাঁকে সে রক্ষা করবে, পাঁচজনের সামনে হাজির করবে, তাঁকে আলোকিত করবে। তাই মায়ের আশেপাশেই থাকবেই বাংলা ভাষা। আর নতুন প্রজন্মকে বাতেলা বা উপদেশ দিতে আমি রাজি নই। প্রস্তুতও নই।”
শিলাজিৎ বললেন, “ভাষা তো মায়ের মতো। তাই মায়ের ভাষা যেভাবে একজন মানুষকে সাহায্য করে, আমাকেও করেছে। আমার ভাবনাচিন্তা, কষ্ট, ভালবাসা প্রকাশ করতে সাহায্য করেছে এই ভাষা।এখানে আমি একটা কথা বলতে চাই। অনেককেই বলতে শুনি, খাঁটি বাংলায় কথা বলুন...ইত্যাদি ইত্যাদি। আরে, কী মুশকিল, ভাষা তো নদীর মতো বহমান। অন্যান্য ভাষার বহু শব্দ তো একটা ভাষায় এসে মিশে যায়। তাই ভাষার উপর পুলিশগিরি করা বন্ধ হোক। যেমন, এটা তো ঠিক বিপদে পড়লে মাতৃভাষা বেরিয়ে আসে। কেউ ব্যাথা লাগে বলে ওঠে ‘ওফ’, অন্য কোনও বাঙালি হয়ত ‘আউচ’ বলতে অভ্যস্ত। তাতে আপত্তি কোথায়? এই প্রসঙ্গে মনে পরে যাচ্ছে সমরেশ মজুমদার একটা কলাম। তিনি লিখেছিলেন, তাঁকে একবার বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক জিজ্ঞেস করেছিলেন এমন কিছু বাংলা শব্দ দিয়ে একটি গোটা বাক্য বলতে, যার প্রতিটি অন্য ভাষা থেকে এসে বাংলা ভাষার প্রতিদিনের ব্যবহার্য শব্দে পরিণত হয়েছে। জবাবে সমরেশ মজুমদার বলেছিলেন, 'সরু নরম গরম কোমর পছন্দ'! মজার কথা এই বাক্যের মধ্যে একটি শব্দ-ও কিন্তু বাংলা নয়। অথচ এই সবকটি শব্দ-ই এখন বাংলা ভাষার অন্তর্গত।”
অনুপম রায় নিজস্ব ছন্দে বলেলেন, “আমি অন্তত বাংলা ভাষার কাছে উপকৃত, কৃতজ্ঞ। শিক্ষা, ভাললাগা, অনুভূতি এগুলো তো বাংলা ভাষার হাত ধরেই আমার মধ্যে প্রবেশ করেছে। যার ফলে, বাংলা ভাষার কাছে আমি আজীবন সাহায্য-ই পেয়ে গিয়েছি। আমি যখন আনন্দ পেতে চেয়েছি, তখন যে কবিতা-গল্প পড়েছি তা বাংলায়। সেই আনন্দটা তো আদতে তাহলে এই ভাষাটাই দিল আমাকে। তাই না? যখন দুঃখ পেয়েছি, সেই দুঃখের অনুভূতি আমি প্রকাশ করেছি বাংলাতেই। পরবর্তী সময়ে যখন গল্প, গান, কবিতা লিখে মানুষের সঙ্গে যখন যোগাযোগ স্থাপনের চেষ্টা করেছি, বাংলার হাত ধরেই কিন্তু এগিয়েছি। এই যে সেতুটা, সেটাও তো বাংলা ভাষা তৈরি করে দিয়েছে।”
“আরও একটা কথা। নতুন প্রজন্ম বাংলা পড়বে কি না তাদের ব্যাপার। জোর করে কাউকে বাংলা শেখাতে বা পড়াতে আমি ইচ্ছুক নই। আমি জ্ঞান দেওয়া ও নেওয়া কোনওটাই পছন্দ করি না। আমার কথা হল, বাংলা ভাষাকে যদি এমন জায়গায় নিয়ে যেতে পারি যেটা তাদের আকৃষ্ট করছে তাহলে ঠিক যাচ্ছে। আর প্রযুক্তির সঙ্গে যে বাঙালি ভীষণভাবে যুক্ত, তাঁর মধ্যে একটা প্রবণতা থাকবেই বাংলা ভাষা থেকে দূরে চলে যাওয়ার। একটু বুঝিয়ে বলি, বিজ্ঞান ও প্রযুক্তি কিন্তু ইংরেজি ভাষাতেই এগিয়েছে। অন্য কোনও ভাষায় তেমন এগোয়নি। বাংলা ভাষায় তো নয়-ই। আজকে যদি কেউ মঙ্গলে উপগ্রহ পাঠাতে চায় সেখানেও তাঁকেও ইংরেজি ভাষায় শিক্ষাটা নিতে হবে। তাই না?”
অভিনয় ছাড়াও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যপ্রেম ও লেখালিখির কথা সর্বজনবিদিত। তিনি শুটিংয়ে ছিলেন। আরও ভাল করে বললে, শটের মাঝখানে ছিলেন। স্রেফ বাংলা ভাষা নিয়ে বলতে হবে শুনে শুটিংয়ের কল খানিক পিছিয়ে কয়েক পশলা কথা বললেন। “আমার আজ যা কিছু সবই তো এই বাংলা ভাষার জন্য। আমার এই ভাষার প্রতি ভালবাসা থেকেই অভিনয় নিয়ে আমার প্রবল আত্মবিশ্বাস। যাঁরা আমার সঙ্গে কাজ করেছেন তাঁরা জানান, যত বড়ই দৃশ্যের চিত্রনাট্য দেওয়া হোক না কেন, তা আমার মুখস্থ করতে বেশিক্ষণ লাগে না। কারণ ভাষাটার প্রতি আমার দখল আছে। এবং আমি লিখতে ভালবাসি। লেখার প্রতি ভালবাসা তার-ও তো মূলে এই বাংলা ভাষা।”
কিয়ারা আদবানির নিতম্বের ছবি দেখিয়ে যৌনগন্ধী মন্তব্য রাম গোপাল বর্মার! ছি ছি করে চোখ ঢাকছে নেটপাড়া
নিউটাউনে রবীন্দ্র জয়ন্তী উদ্যাপন স্নিতা মিউজিক একাডেমির
ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করলেন যশ-নুসরত! রিল নয়, এবার কি রিয়েল লাইফেও 'আড়ি' দম্পতির?
প্রথমবার 'মা'-এর চরিত্রে শ্রীতমা দে, দুর্গাপুজোর প্রেক্ষাপটে আসছে কোন ছবি?
হলুদ বিকিনিতে 'ওয়ার ২'-এর টিজারে চমক কিয়ারার! প্রথমবার নায়িকার লাস্যময়ী রূপ দেখে রাতের ঘুম উড়ল ভক্তদের
পরমিত শেঠির সঙ্গে তিন দশক পেরোনো দাম্পত্যে ফাটল? আলাদা হওয়া নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেত্রী!
প্ল্যানচেট করে আত্মা ডাকায় মেতে উঠেছিলেন একসময়? অজানা হাড়হিম করা অভিজ্ঞতা ভাগ তুষার কাপুরের!
বড়পর্দায় যাত্রা শুরু 'রাঙ্গামতি' মনিষার, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোন ছবিতে দেখা যাবে তাঁকে?
টলিপাড়ার শিল্পীদের কাজে বাধা দেওয়া যাবে না! ফেডারেশন-পরিচালক মামলায় হাইকোর্টের রায়
কান-এর লাল গালিচায় ছেঁড়া পোশাকে উর্বশী রাউতেলা! নায়িকার কাণ্ড দেখে ছিঃছিঃ নেটপাড়ায়
'অপারেশন সিঁদুর' নিয়ে ছবি তৈরির বিষয়ে ভিকির সঙ্গে তুমুল ঝামেলা অক্ষয়ের? খুল্লম খুল্লা টুইঙ্কল খান্না!
অনন্যা পাণ্ডের ‘ব্লাউজ’ পরে মঞ্চে উঠলেন টাইগার শ্রফ? অভিনেতাকে নিয়ে শুরু হাসির তুফান!
খুনের অভিযোগ! থাইল্যান্ড যাওয়ার পথে ঢাকা বিমানবন্দরেই গ্রেফতার বাংলাদেশের অভিনেত্রী নুসরত ফারিয়া
মারাঠি ছবিতে স্বস্তিকা মুখোপাধ্যায়! ইন্দোরে কোন তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী?
শাকিবের 'তাণ্ডব'-এ সাক্ষী থাকবেন জয়া আহসান! প্রথম ঝলকেই কোন ভয়াবহ ইঙ্গিত দিলেন ওপার বাংলার সুপারস্টার?
‘আপনি কি গাঁজা খান? সিজারের মাধ্যমে শিশুর জন্ম মানেই…’ সুনীল শেট্টির কোন ‘প্রসব’ উক্তিতে রেগে আগুন নেটপাড়া?
‘ওয়ার ২’ ছাড়াও স্পাই ইউনিভার্সের কোন কোন ছবিতে দেখা যাবে জুনিয়র এনটিআরকে? আদিত্য চোপড়ার গোপন মাস্টারপ্ল্যান ফাঁস!