সংবাদ সংস্থা সংস্থা মুম্বই: এইমুহূর্তে দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলাকে নিয়ে জোর চর্চা চলছে বলিপাড়ায়। আর হবে নাই বা কেন? অনুরাগ বসুর আগামী মিউজিক্যাল ছবিতে তিনি- যে নায়িকা। আগেই জানা গিয়েছিল, নায়কের ভূমিকায় দেখা যাবে কার্তিক আরিয়ানকে। তাঁর বিপরীতে তৃপ্তি দিমরির নাম ঘোষণা করেও ছবি থেকে তাঁকে ছেঁটে ফেলা হয়। সেই নিয়ে উত্তাল ছিল নেটপাড়া। সম্প্রতি, সেই ছবির প্রথম ঝলক সমাজমাধ্যমে ভাগ করেছেন কার্তিক। তাতে দেখা গিয়েছিল কার্তিকের বিপরীতে ছবিতে রয়েছেন শ্রীলীলা। এই ছবির মাধ্যমেই বলিউডে পা রাখছেন তিনি। এই ছবি যে চলতি বছরের দীপাবলিতে মুক্তি পাবে, জানা গিয়েছে সেকথাও। এর আগেও গত বছর 'পুষ্পা ২'তে একটি আইটেম গানের ভিডিওতে পারফর্ম করার জন্য শ্রীলীলাকে নিয়ে কম তোলপাড় হয়নি। তবে জানেন কি, মাত্র ২৩ বছর বয়সেই 'মা' হয়েছেন এই চর্চিত দক্ষিণী সুন্দরী?
খুলেই বলা যাক বিষয়টা। ২০২২ সাল। শোনা যায়, সেই বছরেই বিশেষ চাহিদাসম্পন্ন দুই শিশুকে দত্তক নিয়েছিলেন শ্রীলীলা যখন তাঁর বয়স মাত্র ২৩। ফিসফাস, একটি অনাথ আশ্রমে সেই সময়ে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী। সেখানেই গুরু ও শোভিতা নামের দুই বিশেষ চাহিদাসম্পন্ন শিশু চোখে পড়ে তাঁর। সেই শিশু দু'টির স্বভাব ও কথাবার্তা শ্রীলীলার হৃদয় ছুঁয়ে যায়। এবং তা এতটাই গভীরভাবে যে তিনি সিদ্ধান্ত নেন, ওই দু'জনকে একটি সুন্দর জীবন উপহার দেবেন। যেমন ভাবা, তেমন কাজ। সেই ভাবনা থেকেই ওই দুই 'বিশেষ' শিশুকে দত্তক নিয়ে নেন শ্রীলীলা। এও শোনা যায়, নিজের 'টু লাভ' ছবির আগে এই কাজটি করেছিলেন শ্রীলীলা। ওই ছবিতে একজন অল্প বয়সী মায়ের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে।
শোনা গিয়েছিল, শ্রীলীলা এই আইটেম গানের জন্য ২ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। যদিও খবর, 'পুষ্পা'র ‘উ আন্টাভা’র জন্য সামান্থা নিয়েছিলেন ৫ কোটি টাকা পারিশ্রমিক। সামান্থার থেকে কম পারিশ্রমিক নেওয়ার ব্যাপারেও এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় শ্রীলীলাকে। সেই সাক্ষাৎকারে শ্রীলীলা জানিয়েছিলেন, প্রযোজকের সঙ্গে পারিশ্রমিক নিয়ে নাকি তাঁর কোনও আলোচনাই হয়নি। তাই পারিশ্রমিক নিয়ে তিনি মন্তব্য করতে চান না।
