চলতি সপ্তাহেই বাড়বে তাপমাত্রা। ভোর এবং রাতের দিকে ঠান্ডা অনুভূত হলেও দিনের বেলায় উর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। এখনও পর্যন্ত রাজ্যে শীত অনুভূত হলেও তা আর খুব বেশিদিন স্থায়ী হবে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।
2
8
আগামী সাত দিন রাজ্যের আবহাওয়া থাকবে মূলত শুষ্ক। রাতের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। প্রজাতন্ত্র দিবসের আগে ও পরে হাড়কাঁপানো ঠান্ডার ইনিংসের সম্ভাবনাও নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহ জুড়ে আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে থাকবে।
3
8
হাওয়া অফিসের মতে, পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাবেই শীতের দাপট কমছে। প্রবেশ করতে পারছে না উত্তুরে হাওয়া। যে কারণে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে। তবে আগামী তিনদিনে রাজ্যজুড়ে একাধিক জেলায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
4
8
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ভোরের দিকে কুয়াশা লক্ষ্য করা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে।
5
8
চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে হালকা শীত অনুভূত হবে। সর্বনিম্ন তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। ফলে দৃশ্যমানতাও কমবে।
6
8
দক্ষিণবঙ্গে আগামী দু'দিন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
7
8
তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গেও। ৩০ জানুয়ারি পর্যন্ত একাধিক পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরবঙ্গের আকাশ থাকবে আংশিক থেকে প্রধানত মেঘলা। তবে বৃষ্টি হবে কিনা, তা এখনও সুস্পষ্টভাবে জানায়নি আবহাওয়া দপ্তর।
8
8
সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। ভোরের দিকে হালকা শীত অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে শহরের তাপমাত্রা এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।