শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ২৭Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: মাধ্যমিক পরীক্ষায় 'টুকতে' না দেওয়াকে কেন্দ্র করে ছাত্র বিক্ষোভের জেরে শনিবার বিকেলে উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকায় একটি বেসরকারি স্কুল। ছাত্র এবং স্কুল কর্তৃপক্ষের লোকজনের মধ্যে 'সংঘর্ষে' আহত হয়েছে কমপক্ষে চারজন মাধ্যমিক পরীক্ষার্থী। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, রঘুনাথগঞ্জ থানা এলাকায় ওই বেসরকারি স্কুলের প্রায় ১২০ জন ছাত্রছাত্রীর মাধ্যমিক পরীক্ষার আসন এবার সুতির বাঙ্গাবাড়ি হাইস্কুল এবং সামশেরগঞ্জের কাঞ্চনতলা হাই স্কুলে পড়েছে। বেশ কিছু পরীক্ষার্থীর অভিযোগ, কাঞ্চনতলা হাইস্কুলে যে সমস্ত ছাত্র-ছাত্রীদের পরীক্ষার আসন পড়েছে, তারা পরীক্ষার প্রথম দিন থেকে 'হল ম্যানেজ' বা টোকাটুকি করতে পারছে। অথচ সুতির বাঙ্গাবাড়ি হাই স্কুলে যে সমস্ত ছাত্র-ছাত্রীদের পরীক্ষার আসন পড়েছে, তারা টোকাটুকি করতে পারছে না। পরীক্ষার্থীদের অভিযোগ ওই স্কুলে কড়া গার্ড দিচ্ছেন শিক্ষকরা।
ওয়াসিম আখতার নামে ওই বেসরকারি বিদ্যালয়ের এক মাধ্যমিক পরীক্ষার্থী বলে, 'কাঞ্চনতলা হাই স্কুলে আমাদের যে সমস্ত সহপাঠীর পরীক্ষার আসন পড়েছে তারা খুব সহজে হল ম্যানেজ করে পরীক্ষার উত্তর লিখতে পারছে। কিন্তু আমরা যারা বাঙ্গাবাড়ি হাই স্কুল থেকে পরীক্ষা দিচ্ছি, তারা কেউ সেটা করতে পারছি না।'
ওই ছাত্র জানায়, 'এই কারণে আমরা স্কুলের মালিক মিল্টন বিশ্বাসকে বলেছিলাম বাঙ্গাবাড়ি হাই স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলে আমাদের হল ম্যানেজ করে দেওয়ার ব্যবস্থা করতে অথবা আমাদের পরীক্ষার আসন পরিবর্তন করে দেওয়ার জন্য।' একাধিক পরীক্ষার্থীদের দাবি, এই অনুরোধ তারা যে বেসরকারি স্কুল থেকে পরীক্ষা দিচ্ছে সেখানকার ম্যানেজমেন্ট মেনে নেয়নি।
শনিবার অঙ্ক পরীক্ষা শেষে বেশ কিছু মাধ্যমিক পরীক্ষার্থী ওই বেসরকারি স্কুলের সামনে গিয়ে স্কুলের মালিক এবং ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছিল। অভিযোগ সেই সময় স্কুল ম্যানেজমেন্ট কমিটির তরফ থেকে তাদের উপর হামলা চালানো হয়।
ছাত্রছাত্রীরা দাবি করেছে, স্কুল ম্যানেজমেন্ট কমিটির 'গুন্ডা'দের হামলায় ওয়াসিম আক্রম, মহম্মদ আরিয়ান, তনভীর আজিজ সরকার এবং আতিব রহমান নামে চার ছাত্র আহত হয়েছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গোটা ঘটনা প্রসঙ্গে ওই বেসরকারি স্কুলের মালিক মিল্টন বিশ্বাস বলেন, 'ছাত্রদেরকে হল ম্যানেজ করে মাধ্যমিক পরীক্ষার উত্তর লিখতে দিতে হবে এমন অনুরোধ নিয়ে আমার পক্ষে কোনও স্কুল কর্তৃপক্ষের কাছে দরবার করা সম্ভব নয় তা আমি পরিষ্কার করে সমস্ত ছাত্রছাত্রীদের জানিয়ে দিয়েছি। কিন্তু তা সত্বেও তারা পরীক্ষা কেন্দ্র বদল এবং পরীক্ষা হলে অবৈধ উপায় অবলম্বন করে পরীক্ষা দিতে হবে এমন দাবি করে আসছে।'
তিনি বলেন, 'আজই আমরা সমস্ত পরীক্ষার্থীদের অভিভাবকদেরকে স্কুলে ডেকে পাঠিয়েছি। তাদেরকে গোটা বিষয়টি জানানো হবে। তবে আমাদের তরফ থেকে কোনও ছাত্রছাত্রীর উপর হামলা চালানো হয়নি।'
নানান খবর

নানান খবর

মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা, আসছেন ৭০০ কোটি টাকার উপহারের ডালি নিয়ে

মাধ্যমিকের ফলপ্রকাশের পরদিনই উত্তীর্ণ পড়ুয়ার রহস্যমৃত্যুতে ছড়াল চাঞ্চল্য

ধেয়ে আসছে কালবৈশাখী! কোন কোন জেলায় শনিবার ভারী দুর্যোগ জানুন

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও