শুক্রবার ২১ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ২৭Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: মাধ্যমিক পরীক্ষায় 'টুকতে' না দেওয়াকে কেন্দ্র করে ছাত্র বিক্ষোভের জেরে শনিবার বিকেলে উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকায় একটি বেসরকারি স্কুল। ছাত্র এবং স্কুল কর্তৃপক্ষের লোকজনের মধ্যে 'সংঘর্ষে' আহত হয়েছে কমপক্ষে চারজন মাধ্যমিক পরীক্ষার্থী। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, রঘুনাথগঞ্জ থানা এলাকায় ওই বেসরকারি স্কুলের প্রায় ১২০ জন ছাত্রছাত্রীর মাধ্যমিক পরীক্ষার আসন এবার সুতির বাঙ্গাবাড়ি হাইস্কুল এবং সামশেরগঞ্জের কাঞ্চনতলা হাই স্কুলে পড়েছে। বেশ কিছু পরীক্ষার্থীর অভিযোগ, কাঞ্চনতলা হাইস্কুলে যে সমস্ত ছাত্র-ছাত্রীদের পরীক্ষার আসন পড়েছে, তারা পরীক্ষার প্রথম দিন থেকে 'হল ম্যানেজ' বা টোকাটুকি করতে পারছে। অথচ সুতির বাঙ্গাবাড়ি হাই স্কুলে যে সমস্ত ছাত্র-ছাত্রীদের পরীক্ষার আসন পড়েছে, তারা টোকাটুকি করতে পারছে না। পরীক্ষার্থীদের অভিযোগ ওই স্কুলে কড়া গার্ড দিচ্ছেন শিক্ষকরা।
ওয়াসিম আখতার নামে ওই বেসরকারি বিদ্যালয়ের এক মাধ্যমিক পরীক্ষার্থী বলে, 'কাঞ্চনতলা হাই স্কুলে আমাদের যে সমস্ত সহপাঠীর পরীক্ষার আসন পড়েছে তারা খুব সহজে হল ম্যানেজ করে পরীক্ষার উত্তর লিখতে পারছে। কিন্তু আমরা যারা বাঙ্গাবাড়ি হাই স্কুল থেকে পরীক্ষা দিচ্ছি, তারা কেউ সেটা করতে পারছি না।'
ওই ছাত্র জানায়, 'এই কারণে আমরা স্কুলের মালিক মিল্টন বিশ্বাসকে বলেছিলাম বাঙ্গাবাড়ি হাই স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলে আমাদের হল ম্যানেজ করে দেওয়ার ব্যবস্থা করতে অথবা আমাদের পরীক্ষার আসন পরিবর্তন করে দেওয়ার জন্য।' একাধিক পরীক্ষার্থীদের দাবি, এই অনুরোধ তারা যে বেসরকারি স্কুল থেকে পরীক্ষা দিচ্ছে সেখানকার ম্যানেজমেন্ট মেনে নেয়নি।
শনিবার অঙ্ক পরীক্ষা শেষে বেশ কিছু মাধ্যমিক পরীক্ষার্থী ওই বেসরকারি স্কুলের সামনে গিয়ে স্কুলের মালিক এবং ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছিল। অভিযোগ সেই সময় স্কুল ম্যানেজমেন্ট কমিটির তরফ থেকে তাদের উপর হামলা চালানো হয়।
ছাত্রছাত্রীরা দাবি করেছে, স্কুল ম্যানেজমেন্ট কমিটির 'গুন্ডা'দের হামলায় ওয়াসিম আক্রম, মহম্মদ আরিয়ান, তনভীর আজিজ সরকার এবং আতিব রহমান নামে চার ছাত্র আহত হয়েছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গোটা ঘটনা প্রসঙ্গে ওই বেসরকারি স্কুলের মালিক মিল্টন বিশ্বাস বলেন, 'ছাত্রদেরকে হল ম্যানেজ করে মাধ্যমিক পরীক্ষার উত্তর লিখতে দিতে হবে এমন অনুরোধ নিয়ে আমার পক্ষে কোনও স্কুল কর্তৃপক্ষের কাছে দরবার করা সম্ভব নয় তা আমি পরিষ্কার করে সমস্ত ছাত্রছাত্রীদের জানিয়ে দিয়েছি। কিন্তু তা সত্বেও তারা পরীক্ষা কেন্দ্র বদল এবং পরীক্ষা হলে অবৈধ উপায় অবলম্বন করে পরীক্ষা দিতে হবে এমন দাবি করে আসছে।'
তিনি বলেন, 'আজই আমরা সমস্ত পরীক্ষার্থীদের অভিভাবকদেরকে স্কুলে ডেকে পাঠিয়েছি। তাদেরকে গোটা বিষয়টি জানানো হবে। তবে আমাদের তরফ থেকে কোনও ছাত্রছাত্রীর উপর হামলা চালানো হয়নি।'
নানান খবর

নানান খবর

'আপনাদের মেয়েকে মেরে ফেলেছি', খুনের পর শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীর মৃত্যু সংবাদ দিল স্বামী

ধূলাগড়ের প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

ধর্ষণের পর কোপ, গলায় গামছার ফাঁস জড়িয়ে খুনের চেষ্টা, গ্রেপ্তার অভিযুক্ত

গৃহহীন মানুষের স্থায়ী আশ্রয়ের লক্ষ্য, চুঁচুড়া পুরসভায় এলাকায় পথ চলা শুরু 'নবজীবন'-এর

গাছ ভরে গিয়েছে মুকুলে, বেড়িয়েছে কুঁড়ি, 'আম আদমি'র ঘরে ঘরে এবছর কি সস্তায় আম?

উত্তর কলকাতায় অস্বাভাবিক মৃত্যুর ঘটনা যুবকের, তদন্তে পুলিশ

‘পুজো বলতে জগদ্ধাত্রীকেই বুঝি’, বিশ্ববাংলা জগদ্ধাত্রী সম্মানে চন্দননগরের ভূয়সী প্রশংসায় ইন্দ্রনীল সেন

রাজবংশী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হল গ্রেটার নেতা বংশীবদন বর্মনকে

রক্তে ভাসছে চারপাশ, চা বাগানে উদ্ধার ম্যানেজারের দেহ

'চিলে কান নিয়ে গেছে', বাংলার প্রাচীন প্রবাদ যেন সত্যি হয়ে যাচ্ছে মুর্শিদাবাদের এই গ্রামে

প্রথম মহিলা যাকে সাজা দেওয়া হল, জেলে থাকতে হবে পাঁচ বছর

পুলিশ পরিচয়ে বর্ধমানে অন্তঃসত্ত্বা আইনজীবীকে মারধর, মৃত গর্ভস্থ সন্তান, কর্মবিরতিতে বর্ধমান বার অ্যাসোসিয়েশন

অজানা ফলের আতঙ্ক মাথাভাঙ্গা শহরে, বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা

রাজ্যে আয়ুষ্মান ভারত হেল্থ কার্ডের নামে তোলা হচ্ছে টাকা, বিজেপির বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ

টিউশন থেকে ফেরার পথে ছাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্তকে গাছে বেঁধে পুলিশকে খবর বাসিন্দাদের